Advertisement

বলিউড

Aamir Khan Birthday: বাবা-মা চাইতেন না ছেলে অভিনেতা হোক, মিস্টার পারফেকশনিস্টের জন্মদিনে অজানা তথ্য

Aajtak Bangla
  • 14 Mar 2021,
  • Updated 10:49 AM IST
  • 1/11

আজ বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জন্মদিন। এই বছর ৫৭ বছরে পা দিলেন আমির খান। বিশেষ দিনে রইল অভিনেতার কিছু অজানা তথ্য।

  • 2/11

প্রায় ৩.৫ দশক ধরে চলচ্চিত্র জগতে কাজ করছেন আমির। বরাবর চিরাচরিত ধারা ভেঙে নতুন ট্রেন্ড সেট করেছেন তিনি। আর এই ভাবেই জন্য করেছেন কোটি কোটি মানুষের মন।
 

  • 3/11

আমিরের বাবা তাহির হুসেন ছিলেন চলচ্চিত্র প্রযোজক। তবে তাঁর সংস্থায় তৈরি কিছু ছবি বক্স অফিসে লাভের মুখ দেখেনি। সেজন্যেই পরিবারের থেকে কেউ চাইতেন না, আমিরও ইন্ডাস্ট্রিতেই কাজ করুক। তাঁর বাবা-মা চাইতেন ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক।
 

  • 4/11

কিন্তু আমিরের শুধু অভিনয় করারই ইচ্ছে ছিল। তিনি বহু পরীক্ষামূলক ছবিতে কাজ করেছেন। 

  • 5/11

প্রথমে বাবা-মাকে না জানিয়েই তিনি ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও নীনা গুপ্তার সঙ্গে অভিনয় করেছিলেন। এরপরই আমির ঠিক করেন অভিনয় করবেন।

  • 6/11

১৯৭৩ সালে 'ইয়াদো কি বারাত' ছবিতে শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেন আমির। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে শিশু শিল্পী হিসাবেই কাজ করেন তিনি।
 

  • 7/11

এরপর ১৯৮৪ সালে 'মঞ্জিল মঞ্জিল' ছবিতে সহ পরিচালক হিসাবে তিনি কাজ করেন। অনেকেই জানেন না ঠিক সেই বছরই আমির বলিউড ছবিতে অভিনয় শুরু করেন।
 

  • 8/11

শুরুর ৩-৪ বছর তাঁকে অনেক কষ্ট করতে হয়। এরপর ১৯৮৮ সালে 'ক্যায়ামত সে ক্যায়ামত' ছবির মাধ্যমে তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যায়। 

  • 9/11

এরপর 'দিল হে কি মানতা নেহি', 'যো জিতা ওহি সিকান্দার','হাম হে রহি পেয়ার কে','আন্দাজ আপনা আপনা','রঙ্গীলা',রাজা হিন্দুস্থান','ইশক','সারফারোশ','মন' ছবিগুলিতে সকলের মন জয় করেছেন আমির খান।
 

  • 10/11

যদিও এরপরে ' দিল চাহতা হে',' লগান','গজনী','ফনা', থ্রি ইডিয়টস','ধুম থ্রি',পিকে' ছবিগুলিতে দর্শকেরা তাঁর একবারে অন্যরকম অভিনয় দেখেছেন। প্রতিটি ছবিতে একেবারে নতুন করে যেন আমিরকে চিনেছেন সকলে।

  • 11/11

এই মুহূর্তে আমির খানের পরবর্তী 'লাল সিং চড্ডা' ছবিটি মুক্তির অপেক্ষায়। এই ছবিতে তাঁর বিপরীতে করিনা কাপুর খান রয়েছেন।   

Advertisement
Advertisement