টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়' খ্যাত করণ মেহরা ও অভিনেত্রী নিশা রাওয়ালের বিয়ে ভাঙার খবর সংবাদের শিরোনামে। গত ৩১ মে গোরেগাঁও পুলিশ স্টেশনে করণ মেহরার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন।
তারপর ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে নৈতিক সিংহানিয়ার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও দিয়েছেন নিশা, যেখানে দেখা যাচ্ছে তাঁর মাথা ফাটা। রক্তাক্ত।
৩১ মে করণকে গ্রেফতার করা হয়। পয়লা জুন জামিন পেয়ে যায়। এবার নিশাই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশা জানান, গত ১৪ বছরে করণের স্বভাব বদলায়নি। সামনে থেকে একজন ভাল মানুষ আদর্শ পুরুষের মুখোশ পরে থাকে। কারণ, ওর কেরিয়ার জড়িয়ে। বারবার আমায় মারধর করে এবং তারপরেই বলে আর হবে না। নিশা যখন এই কথাগুলি বলছেন, তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা। জানান, করণ মেরেছে তাঁকে।
তিনি জানান, আমি করণকে বলেছিলাম, এই সম্পর্কটা শেষ করো। ও রাজি হয়ে যায়। আমরা দুজনেই আইনজীবী নিয়োগ করেছি। করণ চণ্ডীগড় থেকে ফেরার পরে কোয়ারেন্টাইনে ছিল। গতকাল রাতে আমাদের ফের বচসা হয়। করণ আমায় বেধড়ক মারে। বরাবরই মেরেছে ও মানসিক ভাবে আঘাত করে গিয়েছে। এবার আমি আর সহ্য করতে পারছি না।
কাল রাতে আমায় করণ বলে, আমার মুখ দেখতে ইচ্ছে করছে না। আমার সব সোনার গয়না হাতিয়ে নিয়েছে। করণ বছর সাতেক আগে ফ্ল্যাট কেনে। আমার গয়না বিক্রি করে টাকা নেয় ইএমআই দেওয়ার জন্য।
নিশা আরও বলেন, এই প্রথম নয়। এর আগেও বহুবার আমায় মেরেছে। কতবার যে মেরে আমার চোখের তলায় কালসিটে করে দিয়েছে, তার হিসেব নেই। আমার ছেলের জন্য করণের মতো বাবার দরকার নেই। কাল আমায় প্রচণ্ড মেরে গলা টেপার চেষ্টা করে করণ। বাচ্চার দায়িত্ব আমি নেব। আমার মনে হয় না, করণ বাচ্চাটাকে সামলাবে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনলোজি থেকে পাশ করেছেন করণ। নিজের ব্যাচের টপার ছিলেন তিনি। পরে মুম্বইয়ে এসে অভিনয়ের দিকে ঝুঁকে যান। রাজকুমার হিরানি, রামগোপাল বর্মার মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করার পর প্রিয়াঙ্কা চোপড়া, হরমন বাওয়েজা অভিনীত ‘লাভ স্টোরি ২০৫০’ ছবিতে নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন করণ।
প্রায় সাড়ে সাত বছর সেই ধারাবাহিকে অভিনয় করার পর শারীরিক অসুস্থতার কারণে কাজ ছাড়েন করণ। তারপর ‘বিগ বস ১০’-এও দেখা গিয়েছিল তাঁকে। করণের স্ত্রী নিশাও হিন্দি টেলিভিশনের একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। দুজনের একটি পুত্র সন্তান রয়েছে।