বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিশ্বব্যাপী ফ্যানেরা রয়েছেন। ছেলে মেয়ে নির্বিশেষে সকলে তাঁর হাসির প্রশংসা করেন। ১৫ মার্চ ২৮ তম জন্মদিন উদযাপন করছেন আলিয়া। ছোটবেলায় কেমন ছিলেন তিনি জানেন? রইল ছবিগুলি...
ইন্সটা প্রোফাইলে প্রায়ই ছোটবেলার ছবি শেয়ার করেন আলিয়া। এই ছবিটি তাঁর কাছে খুব স্পেশাল। গোলাপী রঙের একটি জামা পরে বাবা মহেশ ভাটের কোলে বসে রয়েছেন অভিনেত্রী।
ছোটবেলায় খুব রঙিন জামায় দেখা যেত আলিয়াকে। এই ছবিতে মা সোনি রাজদানের কোলে বসেছেন নায়িকা। মা-মেয়ের সুন্দর বন্ডিং যেন ফুটে উঠেছে এই ছবিতে।
দিদি পূজা ভাটের সঙ্গেও খুব ভালো সম্পর্কই আলিয়ার। পূজা, মহেশ ভাটের প্রথম স্ত্রীয়ের মেয়ে। বিভিন্ন সময়ে ও অনুষ্ঠানে দুজনে একসঙ্গে ছবি শেয়ার করেছেন। এমনকি তাঁদের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। পুজার ভাটের ছবি 'সংঘর্ষ'-তেই শিশু শিল্পী হিসাবে ডেবিউ করেছেন আলিয়া।
১৯৯৩ সালের ১৫ মার্চ বোম্বেতে জন্ম হয় আলিয়া ভাটের। তাঁর বাবা মহেশ ভাট গুজরাটি এবং মা সোনি রাজদান কাশ্মিরী পণ্ডিত পরিবারের। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহী ছিলেন তিনি। এমনকি নিয়মিত পাঠক্রম বহির্ভূত নানা বিষয়েও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন।
আলিয়ার পরিবর্তন চোখে পড়ার মতোই। একটা সময়ে খুব স্বাস্থ্যবান ছিলেন তিনি। বিনোদন জগতে আসার জন্যে কঠিন পরিশ্রম করে প্রচুর মেদ ঝরিয়েছেন তিনি। এখন তাঁর একেবারে স্লিপ ফিগার দেখে তা বিশ্বাস করা মুশকিল।
করণ জোহারের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়েই বলিউড ছবিতে নায়িকা হিসাবে পা রাখেন আলিয়া। এরপর ফিরে টাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি সাফল্য দেখেছে বক্স অফিসে।
সেই তালিকায় রয়েছে 'হাইওয়ে','টু স্টেটস','হাম্পটি শর্মা কি দুলহানিয়া','উড়তা পঞ্জব', ডিয়ার জিন্দেগি','জিরো','গাল্লি বয়', 'কলঙ্ক', 'সড়ক ২' -র মতো ছবিগুলিতে নিজের অভিনয় দক্ষতায় জিতেছেন সকলের মন। এই মুহূর্তে তিনি আলোচলায় রয়েছেন পরবর্তী ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ও 'ব্রহ্মাস্ত্র'-র জন্যে।
অনেকেই বলেন আলিয়া এখনও ছোটবেলার মতোই মিষ্টি রয়েছেন দেখতে। এমনকি ফ্যানেরাও সে কথা সোশ্যাল মিডিয়ার কমেন্টে লেখান অনেক সময়ই।
অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা কারও অজানা হয়। সকলে এখন অপেক্ষা করছেন তাঁদের বিয়ের তারিখ শোনার জন্যে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)