Advertisement

বলিউড

'দো বিঘা জমিন' থেকে 'লগান', বলিউডের ছবিতে কৃষকদের বেদনা

Aajtak Bangla
  • 30 Nov 2020,
  • Updated 10:20 PM IST
  • 1/8

৬৭ বছর আগে পরিচালক বিমল রায় তৈরি করেছিলেন 'দো বিঘা জমিন'। মুখ্য চরিত্রে বলরাজ সাহনি, নিরূপা রায়, নাজির হুসেন, রতন কুমার। ছবিতে উঠে এসেছিল কৃষকদের কাহিনি। তাঁদের জীবন, লড়াই, শোষণের গল্প। 

  • 2/8

২০১০-এ আমির খান প্রযোজিত 'পিপলি লাইভ' ছবিটিও কৃষকদের কথাই বলেছে। এক কৃষকের আত্মহত্যা, যা মিডিয়া এবং রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলেছিল তারই গল্প। 

  • 3/8

১৯৬৭-তে মনোজ কুমার অভিনীত 'উপকার'ও কৃষকদের দুর্দশা কাহিনি। কৃষক পরিবারের দুই ভাইয়ের গল্প 'উপকার'। একজন শহরে যায় পড়াশুনা করতে। অন্যজন কৃষক হয়ে জীবন চালায়। 

  • 4/8

আমির খানের 'লগান'-এ ক্রিকেট নজর কাড়লেও, আসলে কৃষকদের যাতে 'লগান' না দিতে হয় সেই কারণেই ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিয়েছিল ভুবন ওরফে আমির খান। 

  • 5/8

১৯৭৬-এর 'মন্থন' ছবিটিতেও রয়েছে কৃষকদের কাহিনি। শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটি ভারতের প্রথম ক্রাউড ফান্ডেড ছবি। হোয়াইট রিভোলিউশন অফ ইন্ডিয়া অবলম্বনে তৈরি এই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিল। 

  • 6/8

১৯৫৭-তে মু্ক্তি পেয়েছিল 'মাদার ইন্ডিয়া'। এক মহিলা কৃষকের গল্প। অভাব, দারিদ্র, খিদে, বেদনার গল্প আজও দর্শকের চোখে জল এনে দেয়।

  • 7/8

আরবাজ খান, সোহেল খান অভিনীত 'কিসান' মুক্তি পায় ২০০৯-এ। ছবিতে কৃষকদের আত্মহত্যার বিষয় তুলে ধরা হয়েছে। 

  • 8/8

বলিউডের ছবিতে বারে বারে এসেছে কৃষকদের জীবন এবং তাঁদের সংগ্রাম। বৃষ্টি, বন্যা ও খরার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প। একজন কৃষকের বেদনা পর্দায় দেখে দর্শক কেঁপে উঠেছে। 

Advertisement
Advertisement