Advertisement

83 Trailer: হুবহু কপিলের বেশে 83 বিশ্বকাপে টিমকে লিড করছেন রণবীর সিং!

এমন একটা দল যার উপর কারো বিশ্বাস ছিল না। চূড়ান্ত আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করে, অবিশ্বাস্য টিম গেমে এক প্রতিরোধ্য দলকে হারিয়ে দেশের হয়ে প্রথম বিশ্বাপ জেতার রূপকথা। আর সেই রূপকথার নায়ক কপিল দেব। হরিয়ানা হারিকেনের সেই ভূমিকায় এক্কেবারে নিজেকে ছাঁচে ঢেলে নিয়েছেন অভিনেতা রণবীর সিং। মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি 83-র ট্রেলার।

83 ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং83 ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 30 Nov 2021,
  • अपडेटेड 10:39 AM IST

এমন একটা দল যার উপর কারো বিশ্বাস ছিল না। চূড়ান্ত আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করে, অবিশ্বাস্য টিম গেমে এক প্রতিরোধ্য দলকে হারিয়ে দেশের হয়ে প্রথম বিশ্বাপ জেতার রূপকথা। আর সেই রূপকথার নায়ক কপিল দেব। হরিয়ানা হারিকেনের সেই ভূমিকায় এক্কেবারে নিজেকে ছাঁচে ঢেলে নিয়েছেন অভিনেতা রণবীর সিং। মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি 83-র ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করল কবীর খান (Kabir Khan) পরিচালিত সিনেমা।

করোনা মহামারীর জেরে দীর্ঘ দিন ধরে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে, বার বার। শেষ পর্যন্ত সিনেমা হল খোলার নির্দেশইকা আসার পর একে একে সমস্ত বড় বাজেটের ছবি মুক্তির তারিখ পাকা করেছে। চলতি বছর ক্রিসমাসের সময় মুক্তি পাচ্ছে 83। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন, রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাদুকোন (Deepika Padukone), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) এবং আরও অনেকে। সবচেয়ে বড় কথা ছবিতে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন লেজেন্ডদের এক ফ্রেমে দেখানো হয়েছে। সেখানে তাঁদের ম্যানারিজম পর্যন্ত দারুণ ভাবে তুলে ধরেছেন অভিনেতারা।

 

আরও পড়ুন

এর আগে ছবির টিজার মুক্তি পেয়েছিল। যা দেখে ফ্যানরা অধীর আগ্রহে ছবির অপেক্ষায় ছিলেন। ভারত বনাম জিম্বাবোয়ের সেই বিখ্যাত ম্যাচ, যার কোনও রেকর্ডিং নেই, সেই ম্যাচও প্রায় লাইভ দেখার সুযোগ পাবেন দর্শকরা তা-ও ৩৮ বছর বাদে। সৌজন্যে অবশ্যই 83. এছাড়াও বিহাইন্ড দ্য সিন নানা ঘটনার বিবরণও পাওয়া যাবে সিনেমায়। হিন্দি ছাড়াও আরও ৪টি ভাষায় ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

ক্রীড়া তারকাদের বায়োপিক নিয়ে বলিউডে এর আগেও অনেক ছবি হয়েছে। পাইপলাইনে একের পর এক ছবি অপেক্ষায় রয়েছে। যার মধ্যে রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যা এবং মিতালি রাজের বায়োপিকও। এর আগে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। সিনেমা হয়েছে কুস্তিগীর গীতা, ববিতা ফোগাটদের নিয়েও। 83 সেই তালিকায় অবশ্যই খানিকটা সুদৃশ্য পালক যোগ করবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement