তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে বি-টাউনের তারকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের প্রেম- প্রণয় নিয়ে। সেরকমই গত কয়েকদিন ধরেই চর্চায় আমির খান। বলিউড অভিনেতার নতুন প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। অবশেষে নিজের ষাট বছরের জন্মদিনের আগে প্রেমে সিলমোহর দিলেন দিলেন আমির নিজেই।
দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেম করছেন আমির খান। মুম্বইয়ে ষাটতম জন্মদিন উদযাপনের সময় সংবাদমাধ্যমের সামনে প্রেমের কথা স্বীকার করেন অভিনেতা। সুপারস্টার বলেন যে, তিনি এক বছর ধরে গৌরীর সঙ্গে ডেটিং করছেন, তবে তাঁকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চেনেন। গৌরী বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে তাঁর প্রযোজনা সংস্থা রয়েছে। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অভিনেতা আরও বলেন যে, গৌরীর সঙ্গে সহবাস করছেন তিনি। আমিরের বর্তমান প্রেমিকার একটি ছয় বছরের ছেলে রয়েছে।
অভিনেতা যোগ করেন যে, গৌরী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং সকলে তাঁদের সম্পর্ক নিয়ে খুব খুশি। আমির খান জানান যে তিনি এই সম্পর্কে খুবই খুশি এবং প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেছেন গৌরী, 'লগান' এবং 'দঙ্গল' সহ তাঁর কয়েকটি ছবি দেখেছেন। তবে গৌরী নাকি আমিরকে 'তারকা' বলে মনেই করেন না। এমনকী বলিউড নিয়েও তেমন অবগত নন। ক্রমশ আমিরের সঙ্গে মিশে বলিউডে অভ্যস্ত হচ্ছেন তিনি। বুধবার, আমির তাঁর বন্ধু এবং অভিনেতা সলমন খান এবং শাহরুখ খানকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আমিরের প্রেমিকা। বলিউড বাদশাহ ও ভাইজানের সঙ্গে দেখা করেন তিনি।
আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। নিজে 'পারফেকশনিস্ট' হলেও, ব্যক্তিগত জীবনে তাঁর সব কিছু 'পারফেক্ট' নয়। দু'বার বিয়ে করেও ভেঙেছে সংসার। তবে এখন আর তা নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। এমনকী, দুই স্ত্রীয়ের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে অভিনেতার।
সম্প্রতি, ইন্ডিয়া টুডে কলক্লেভে হাজির হয়েছিলেন আমির খান। সেখানে তিনি বলেন যে, "আমি আর রীনা পালিয়ে বিয়ে করেছিলাম। আমি খুব ভাগ্যবান যে, আমার জীবনের সব গুরুত্বপূর্ণ মানুষ খুব ভাল। রীনা বা কিরণ দু'জনেই খুব ভাল মানুষ। হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে সেটা ঠিক। তবে তার মানে এই নয় যে, সব ছিন্ন হয়ে গেছে বা আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এখনও দু'জনের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ আছে। ওঁরাও আমার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে।"
প্রসঙ্গত, আমির ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তর গল্পটা শুরু হয়েছিল অনেকটা সিনেমার মতো। তাঁরা প্রতিবেশী ছিলেন এবং একে অপরের দিকে ঘণ্টার পর ঘণ্টার জানালা দিয়ে তাকিয়ে থাকতেন। শেষ পর্যন্ত সাহস জুগিয়ে রীনাকে প্রস্তাব দেন আমির। কিন্তু সেই আশায় জল ঢেলে তাঁর প্রেমে প্রত্যাখান করেন রীনা। এই ঘটনার পুনরাবৃত্তিও হয় অনেক বার। কিন্তু শেষমেশ আমির যখন আশা ছাড়তে চলেছিলেন, রীনা তাঁকে জানান, তাঁরও একই অনুভূতি রয়েছে। রীনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবন ছিল আমিরের। ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু সেই বিচ্ছেদে ছিল না কোনও তিক্ততা। আমির- রীনার দুই ছেলে -মেয়ে জুনেইদ ও ইরা বাবা- মা দুজনেরই খুব কাছের।
রীনার সঙ্গে বিচ্ছেদের বছর তিনেক পরে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির খান ও কিরণ রাও। এর ছয় বছর পর ২০১১ সালে সারোগেসি পদ্ধতিতে জন্ম হয় তাঁদের ছেলে আজাদের। কিন্তু এই সম্পর্কও টিকল না। ২০২১ সালে, যৌথ বিবৃতি নিয়ে নিজেদের ১৫ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। যদিও এই বিবাহবিচ্ছেদকে সমাপ্তি হিসাবে না দেখে, একটি নতুন যাত্রার সূচনা করতে চেয়েছিলেন তাঁরা। ছাদ আলাদা হলেও বিচ্ছেদের পর, কিরণ ও আমির ভাল বন্ধু এবং একসঙ্গে কাজও করছেন।