হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেতা আমির খানের (Aamir Khan) মা জিনাত হুসেন (Zeenat Hussain)। তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাড়িতে দীপাবলি উৎসবের সময় জিনাত হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান ছেলে আমির। তারপর থেকে হাসপাতালেই রয়েছে তিনি। পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে আসা-যাওয়া করছেন।
সূত্রের খবর জিনাত হুসেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমির বা তাঁর পরিবার এখনও এই বিষয়ে প্রকাশ্য বিবৃতি দেয়নি।
এই বছরের ১৩ মায়ের জন্মদিন উদযাপন করেছিলেন আমির। অভিনেতার প্রাক্তন স্ত্রী, পরিচালক-প্রযোজক কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদ রাও খানকেও পার্টিতে দেখা গিয়েছিল।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আজাদকে তাঁর দিদার পাশে বসে থাকতে দেখা যায়, যখন তিনি জন্মদিনের কেক কাটছিলেন। কিরণ এবং আমিরকে একে অপরের পাশে বসে থাকতেও দেখা যায়।