ভারতে কোনও ছবি মুক্তি পেলে পাকিস্তান বেশ ভালোই লাভের মুখ দেখে। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের জেরে লোকসানের মুখ দেখতে হবে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সেই দেশের জনপ্রিয় অভিনীত ফাওয়াদ খানের 'আবির গুলাল' মুক্তি পাবে না ভারতে। এই খবর জানা গিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যোগসূত্রের খবর সামনে আসছে। তার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী। ইতিমধ্যেই জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাক নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই ফাওয়াদ অভিনীত ছবিটি ভারতে মুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সাধারণ মানুষের দাবি ও অনুভূতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
জঙ্গি হামলার পর থেকেই এই ছবিটি যাতে ভারতে মুক্তি না পায় তা নিয়ে সরব হয়েছিলেন নেটিজেনরা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ৯ মে। তবে প্রতিবাদের উত্তাপ বাড়তে দেখে এরই মধ্যে ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন নির্মাতারা। তবে এখন ছবিটি সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ রিচ লেন্স এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে ছবিটির রোমান্টিক গান 'ইশক'টিও সরিয়ে ফেলা হয়। এমনকী চ্যানেলে ছবিটির কমেন্ট সেকশন ও গানের টিজারও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে জঙ্গি হামলার পর ফাওয়াদ শোক প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন,'পহেলগাঁওয়ে জঘন্য হামলার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমাদের সহানুভূতি রয়েছে আহত ও নিহতদের প্রতি। আমরা এই কঠিন সময়ে সবার পাশে আছি।'
২০১৬ সালে উরি হামলার পর ভারত পাকিস্তানি অভিনেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করে। প্রায় এক বছর বাদে 'আবির গুলাল'-এর সঙ্গে কামব্যাক করতে চলেছেন ফাওয়াদ। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী বানি কাপুর। তবে ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে বিদেশে।