Saif Ali Khan Discharged: বলিউড অভিনেতা ও পতৌদির নবাব সইফ আলি খানকে লীলাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি বুধবার গভীর রাতে ছুরি হামলার ছয় দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেতার অবস্থার কিছুটা উন্নতির কারণে, চিকিৎসকরা মঙ্গলবার বিকেলে তাকে ছেড়ে দিয়েছেন, তবে এর সঙ্গে তারা আরও বলেছেন যে অভিনেতাকে এখনও দু-চার দিন বিশ্রামে থাকতে হবে।
সইফকে নিতে হাসপাতালে করিনা ও সারা
সাইফকে নিতে হাসপাতালে আসেন অভিনেতার স্ত্রী করিনা কাপুর এবং মেয়ে সারা আলি খান। ১৬ জানুয়ারি রাতে ছুরিকাঘাতের পর অভিনেতাকে এখানে ভর্তি করা হয়েছিল। ১৬ জানুয়ারি, রাত ২টোয়, এক চোর সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে। চোরের সঙ্গে ধস্তাধস্তির পর সইফ আহত হন। লোকটি অভিনেতাকে ছয়বার ছুরি দিয়ে আঘাত করেছিল, যার মধ্যে দুটিতে গভীর ক্ষত ছিল। এদিন সইফ আলি খান তার কালো পোর্শে গাড়িতে বাড়ি ফিরলেন। তার গাড়ির পেছনে মুম্বাই পুলিশের বাইক দেখা গেছে।
অভিনেতাকে লীলাবতী হাসপাতাল থেকে ছাড়ার পর তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। বহুতলের ১২তম তলায় সইফ আলি খান এবং করিনা কাপুর তাদের ছেলে জেহ এবং তৈমুরের সঙ্গে থাকেন। আজ মঙ্গলবার, ২১ জানুয়ারি, সইফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সুস্থ হতে তাকে আরও কয়েকদিন বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক দল। এর আগে সোমবার লীলাবতী হাসপাতালের চিকিৎসক দল অভিনেতাকে আরও একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাননি সাইফ আলি খান।
সইফ ৬ দিন পর বাড়ি ফিরছেন এবং ডাক্তাররাও অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং কাজ করতে নিষেধ করেছেন। প্রসঙ্গত, ১৫ জানুয়ারি রাতে অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছিল। তিনি অনেক জায়গায় আঘাত পেয়েছিলেন, যার কারণে তাকে হাসপাতালে হঠাৎ অস্ত্রোপচার করতে হয়েছিল। সইফের শরীরের তিনটি জায়গায় ক্ষত রয়েছে বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসক। এর মধ্যে তার হাতে দুটি এবং ঘাড়ের ডান পাশে একটি আঘাত ছিল এবং সবচেয়ে গভীর ক্ষতটি ছিল তার পিঠে, যা ছিল মেরুদন্ডে। ডাক্তার অস্ত্রোপচার করে সইফের মেরুদণ্ডে আটকে থাকা ধারালো বস্তুটি সরিয়ে আঘাতের চিকিৎসা করেন।