Advertisement

Attack on Actor Saif Ali Khan: সইফ আলি খানের উপর ছুরি হামলা, ঘরে ঢুকে ৩ বার কোপ, হাসপাতালে ভর্তি

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা। ঘরের ভিতরে ঢুকে অভিনেতাকে ৩ বার ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

অভিনেতা সইফ আলি খানঅভিনেতা সইফ আলি খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 9:09 AM IST

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা। ঘরের ভিতরে ঢুকে অভিনেতাকে ৩ বার ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাত ২টোয় চোর ঘরে ঢুকে সইফ আলি খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাঁর শরীরে ৬ বার কোপ চালানো হয়। সইফের ঘাড়ের বাঁ দিকে আঘাত লাগে। ২টি গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি স্থিতিশীল রয়েছেন, কোনও বিপদের আশঙ্কা নেই। 

সইফের পিআর টিমের তরফে জানানো হয়, "তাঁর বাসভবনে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রয়েছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করছি। পুলিশি দতন্ত চলছে। আমরা আপনাদের সমস্ত তথ্য জানাব।"

কী জানাল মুম্বই পুলিশ?
সইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, অভিনেতার বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। এরপর সইফ ও সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় সাইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ঘটনর তদন্ত চলছে।

কোথায় ছিলেন করিনা কাপুর?
হামলার সময় পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সে তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু করিশ্মা কাপুর ৯ ঘণ্টা আগে ইন্সটা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বোন কারিনা কাপুর, বন্ধু রিয়া এবং সোনম কাপুরের সঙ্গে একটি পার্টি করেছিলেন। কারিনা তাঁর অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটি শেয়ারও করেন। সইফের উপর হামলার সময় করিনা সেখানেই ছিলেন, নাকি বাড়ি এসে গিয়েছিলেন সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

ঘরের ভিতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার।

Read more!
Advertisement
Advertisement