Advertisement

Sonu Sood: কঙ্গনা পাচ্ছেন পদ্মশ্রী, আপনি নয় কেন? যা বললেন সোনু সুদ

আজ তকের সঙ্গে সোনু সুদের দীর্ঘ সাক্ষাৎকার হয়। কঙ্গনার পদ্মশ্রী সম্মান পাওয়া এবং তাঁর নাম নিয়ে বিবেচনা না হওয়ার প্রসঙ্গে সোনু সুদ বলেন, 'This is a question of  thinking.' তে পুরস্কার না পাওযার সঙ্গে তাঁর কাজে কোনও ফারাক আসবে না। তিনি জানান, তাঁর সামাজিক সেবামূলক কাজ চলতে থাকবে। সোনুর হিসেব অনুযায়ী তিনি এখনও পর্যন্ত ২২ হাজার শিক্ষার্থীকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সোনু সুদ
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 14 Nov 2021,
  • अपडेटेड 4:14 PM IST
  • সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে সোনু বলেন, 'আমি যে কোনও প্ল্যাটফর্ম যোগ দিতে পারি যেখানে কাজের নামে ল্যাং মারা হয় না বরং কাজের স্বাধীনতা থাকে।
  • এই প্ল্যাটফর্ম রাজনৈতিকও হতে পারে আবার অরাজনৈতিকও হতে পারে। আমরা ২২ হাজার শিক্ষার্থী শিক্ষার স্পন্সর করেছি।'

দেশে পদ্ম পুরষ্কার নিয়ে আলোচনা চলছে। বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood) এই বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) পদ্মশ্রী পুরস্কার দেওয়ার এবং তাঁর নাম এই পুরস্কারের জন্য বিবেচনা কেন করা হল না তা সহজ কথায় উত্তর দিয়েছেন সোনু। গত বছর থেকে সোনু সুদ লকডাউনে হাজার হাজার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সোনু জানান, এটা কেন হল তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।

আজ তকের সঙ্গে সোনু সুদের দীর্ঘ সাক্ষাৎকার হয়। কঙ্গনার পদ্মশ্রী সম্মান পাওয়া এবং তাঁর নাম নিয়ে বিবেচনা না হওয়ার প্রসঙ্গে সোনু সুদ বলেন, 'This is a question of  thinking.' তে পুরস্কার না পাওযার সঙ্গে তাঁর কাজে কোনও ফারাক আসবে না। তিনি জানান, তাঁর সামাজিক সেবামূলক কাজ চলতে থাকবে। সোনুর হিসেব অনুযায়ী তিনি এখনও পর্যন্ত ২২ হাজার শিক্ষার্থীকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে সোনু বলেন, 'আমি যে কোনও প্ল্যাটফর্ম যোগ দিতে পারি যেখানে কাজের নামে ল্যাং মারা হয় না বরং কাজের স্বাধীনতা থাকে। এই প্ল্যাটফর্ম রাজনৈতিকও হতে পারে আবার অরাজনৈতিকও হতে পারে। আমরা ২২ হাজার শিক্ষার্থী শিক্ষার স্পন্সর করেছি।'

 


সোনু সুদ কৃষকদের সমর্থন করেছেন

দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন সোনু সুদ। তিনি বলেন, 'আমি কৃষকদের সমর্থন করি। তাঁদের প্রাপ্য পাওয়া উচিত। তাঁদের কারণে আমরা খাবার খাই।' কৃষক আন্দোলনের শুরু থেকেই সোনু তার সোচ্চার সমর্থন দেখিয়েছেন। যদিও তিনি কখনও সরকারের বিরুদ্ধে কিছু বলেননি। এর পাশাপাশি তাঁর বোন মালবিকাকে সমর্থন করারও আবেদন করেছেন। তিনি জানান, তাঁর বোন রাজনীতিতে যোগ দিতে পারেন। সোনু সুদ বলেছেন যে AAP এবং কংগ্রেস উভয়ই ভালো দল।

Advertisement


IT রেইড নিয়ে একথা বলেন সোনু

মাস খানের আগে সোনু সুদের বাড়িতে আয়কর (IT Raid) দফতরের রেইড হয়েছিল। অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এ নিয়ে সোনুও বহুবার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি IT তদন্তে সার্বিক সহযোগিতা করেছেন এবং নিজেকে সঠিক প্রমাণ করেছেন। এখন তিনি এ বিষয়ে বলেন, 'এটা পরীক্ষার সময় ছিল যা মানুষের জন্য আমার কাজে কোনও প্রভাব ফেলবে না। আমরা ভবিষ্যতেও রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস করতে থাকব।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement