Advertisement

Sonu Sood: দু'টি সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাচ্ছেন সোনু সুদ

টুইটে সোনু লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রথম ধাপের অক্সিজেন প্লান্ট বসানো হবে অন্ধ্রপ্রদেশের Kurnool Government Hospital এবং District Hospital, Atmakur,Nellore-এ! আগামী জুন মাসেই কাজ সম্পূর্ণ হবে। আগামী দিনে আরও সঙ্কটপূর্ণ রাজ্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হবে। এখন গ্রামীণ ভারতকে সাহায্য করতে হবে।'

সোনু সুদ
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 23 May 2021,
  • अपडेटेड 8:47 AM IST
  • গত বছর থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি।
  • কত হাজার-লক্ষ মানুষকে সাহায্য করেছেন নিজেও তা বলতে পারবেন না।
  • অক্সিজেনের অভাব মেটাতে এ বার ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্লান্ট উড়িয়ে আনছেন অভিনেতা।

কথা দিয়েছিলেন, দ্রুত দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন প্লান্ট (Oxygen Plants) বসানোর কাজ করবেন, কথা রাখছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। আপাতত দুটি সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাচ্ছেন সোনু। অন্ধ্রপ্রদেশের কুর্নুল গভঃ হাসপাতাল এবং নেল্লোর জেলা হাসপাতালে এই দুটি প্লান্ট বসানো হবে। টুইট করে এ খবর জানান সোনু।

টুইটে সোনু লেখেন, 'Very happy to announce that the first set of my Oxygen Plants will be set up at Kurnool Government Hospital & one at District Hospital, Atmakur,Nellore, AP in the month of June!This would be followed by setting more plants in the other needy states! Time to support rural India.' অর্থাৎ, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রথম ধাপের অক্সিজেন প্লান্ট বসানো হবে অন্ধ্রপ্রদেশের Kurnool Government Hospital এবং District Hospital, Atmakur,Nellore-এ! আগামী জুন মাসেই কাজ সম্পূর্ণ হবে। আগামী দিনে আরও সঙ্কটপূর্ণ রাজ্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হবে। এখন গ্রামীণ ভারতকে সাহায্য করতে হবে।'

 

গত বছর করোনা আসার পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা অনেকটাই সামনে এসেছিল। যেটুকু খোলসা হওয়া বাকি ছিল তা করে দিল করোনার দ্বিতীয় ঢেউ। শুধুমাত্র অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেলেন তা গুণে শেষ করা যাবে না। সারা দেশ জুড়ে হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য হাহাকার চলছে। করোনা কালে মানুষের হাহাকার যাঁর কানে সবচেয়ে বেশি পৌঁছচ্ছে তিনি সোনু সুদ। গত বছর থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। কত হাজার-লক্ষ মানুষকে সাহায্য করেছেন নিজেও তা বলতে পারবেন না। অক্সিজেনের অভাব মেটাতে এ বার ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্লান্ট উড়িয়ে আনছেন অভিনেতা। এমনটাই জানিয়েছেন তিনি।

Advertisement

সোনু এ বিষয়ে বলেন, 'অক্সিজেনের অভাবে কত মানুষ কষ্ট পাচ্ছেন সেটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি। অক্সিজেন সিলিন্ডার ছিল না প্রথমে। আমাদের টিম তা জোগাড় করেছে। কিন্তু অক্সিজেন ভরার জায়গার অভাব রয়েছে। তাই অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের যে অংশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে সবার আগে বসানো হবে। যেখানে বসানো হবে সেখানকার সিলিন্ডারগুলিও খালি থাকবে না, তার সঙ্গে গোটা হাসপাতালেও অক্সিজেন সরবরাহ বজায় থাকবে। সময় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের হাতে সময় নেই। তবুও চেষ্টা করে চলেছি যত দ্রুত সম্ভব প্লান্ট যাতে বসানো যায়।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement