Advertisement

কোভিড বিধি ভাঙায় গওহর খানের বিরুদ্ধে মামলা বিএমসি-র

করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর কোভিড বিধি ভাঙার অভিযোগ রয়েছে গওহরের বিরুদ্ধে। বিএমসি জিনিয়েছে, সেলিব্রিটি মানেই তাঁর ক্ষেত্রে কোভিড বিধি অন্যরকম হবে না। সকলের ক্ষেত্রেই এই নিয়ম সমান।

গওহর খানগওহর খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2021,
  • अपडेटेड 1:57 PM IST
  • কর্পোরেশনের তরফ থেকে গওহরের বাড়িতে হোম কোয়ারান্টাইন স্টাম্প করতে যান কয়েকজন আধিকারিক
  • বারবার ডাকাডাকির পরও দরজা খুলতে অস্বীকার করেন গওহর

কোভ্ড বিধি ভেঙে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) কোপে অভিনেত্রী গওহর খান (Gauhar Khan)। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর কোভিড বিধি ভাঙার অভিযোগ রয়েছে গওহরের বিরুদ্ধে। বিএমসি জিনিয়েছে, সেলিব্রিটি মানেই তাঁর ক্ষেত্রে কোভিড বিধি অন্যরকম হবে না। সকলের ক্ষেত্রেই এই নিয়ম সমান। মহামারীকে হারাতে সকলের সাহায্য প্রয়োজন। এই মর্মে বহুবার বিজ্ঞাপনও দিয়েছে কর্তৃপক্ষ।

বিএমসি-র এক আধিকারিক জানান, রিপোর্ট পজিটিভ আসার পর কর্পোরেশনের তরফ থেকে গওহরের বাড়িতে হোম কোয়ারান্টাইন স্টাম্প করতে যান কয়েকজন আধিকারিক। তবে বারবার ডাকাডাকির পরও দরজা খুলতে অস্বীকার করেন গওহর। এর পরই ওশিওয়াড়া পুলিশ স্টেশনে গওহরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ ধারা-সহ আরও কয়েকটি ধারায় মামলা করা হয়। ঘটনার বিষয়ে গওহরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। তবে তিনি ফোন ধরেননি। সম্প্রতি বাবাকে হারিয়েছেন গওহর। তবে নতুন করে এই ঘটনায় চিন্তিত তাঁর পরিবার।

 

আরও পড়ুন

গত কয়েকদিনে বলিউডের বহু নামকরা মুখ কোভিডে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর, পরিচালক সঞ্জয় লীলা বনশালী, মনোজ বাজপায়ী, আশিষ বিদ্যার্থী প্রমুখ। এঁদের সকলেই কেউ নিজের বাড়িতে বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সমস্ত রকম কোভিড বিধি পালন করছেন।

 

Read more!
Advertisement
Advertisement