
আত্মহত্যা করলেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী কারণে অনিল অরোরা ছাদ থেকে ঝাঁপ দিলেন তা এখনও জানা যায়নি। মুম্বই পুলিশের সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। আত্মহত্যার পেছনের সম্ভাব্য কারণও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, সকাল ৯টা নাগাদ অনিল অরোরা বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি পুনেতে ছিলেন। ঘটনার খবর পেয়েই পুনে থেকে মুম্বই চলে আসেন অভিনেত্রী। খবর পেয়ে মালাইকার বাড়িতে গিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানও। আরবাজ খানকে মালাইকার বাড়ির বাইরে পুলিশ ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।
মালাইকা অরোরার বাবা অনিল অরোরা পাঞ্জাবি হিন্দু পরিবারের। তাঁর পরিবার ভারত সীমান্তে অবস্থিত ফাজিলকার বাসিন্দা ছিলেন। অনিল ভারতীয় মার্চেন্ট নেভিতে চাকরি করতেন। জয়েস পলিকার্পকে তিনি বিয়ে করেছিলেন। মালাইকার যখন মাত্র ১১ বছর বয়স তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে মালাইকা, তাঁর বোন অমৃতা ও মা চেম্বুরে চলে আসেন।