Advertisement

Alia Bhatt : আলিয়ার নাকের ডগা থেকে চুরি ৭৭ লাখ টাকা, গ্রেফতার অভিনেত্রীর প্রাক্তন সেক্রেটারি

৭৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে ধৃত আলিয়া ভাটের প্রাক্তন সেক্রেটারি। অভিযোগ, বেদিকা প্রকাশ শেট্টি অভিনেত্রীর টাকা আত্মসাৎ করেছেন। আলিয়ার মা সোনি রাজদান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Alia BhattAlia Bhatt
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 3:26 PM IST
  • ৭৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে ধৃত আলিয়া ভাটের প্রাক্তন সেক্রেটারি
  • অভিযোগ, বেদিকা প্রকাশ শেট্টি অভিনেত্রীর টাকা আত্মসাৎ করেছেন

৭৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে ধৃত আলিয়া ভাটের প্রাক্তন সেক্রেটারি। অভিযোগ, বেদিকা প্রকাশ শেট্টি অভিনেত্রীর টাকা আত্মসাৎ করেছেন। আলিয়ার মা সোনি রাজদান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে বেদিকাকে।

 টাকা আত্মসাতের অভিযোগে বেশ কয়েকমাস আগে  থানায় অভিযোগ করেছিলেন সোনি রাজদান। অভিুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে কোর্টে তোলা হয়। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ১০ জুলাই সেই মেয়াদ শেষ হবে। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্য়ায় সংহিতার ৩১৬ ও ৩১৮ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে ফেরার ছিলেন তিনি। মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই থেকে পুলিশ খুঁজছিল তাঁকে। 

আলিয়ার মায়ের অভিযোগ, প্রায় ২ বছর ধরে ধীরে ধীরে ৭৬.৯ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন বেদিকা। ২০২১ সাল থেকে গত বছর পর্যন্ত আলিয়ার সঙ্গেই অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন বেদিকা। আলিয়ার সই জাল করতেন তিনি। অনেক পরে বিষয়টি তাঁরা জানতে পারেন। তারপরই পুলিশে অভিযোগ করেন। তবে এই ঘটনা নিয়ে আলিয়া ভাট বা তাঁর টিমের তরফে মুখ খোলা হয়নি। 

পুলিসের তরফে জানা গিয়েছে, বেদিকা আলিয়ার সাক্ষর নকল করে ক্রমাগত টাকা নয়ছয় করে চলছিল। এভাবেই বিপুল অঙ্কের টাকা হাপিশ করে সে। পরে চাকরি ছে়ড়ে গা ঢাকাও দিয়েছিল। ফলে অভিযোগ জানানোর পরও পুলিসের তাঁকে খুঁজে পেতে ৬ মাস সময় লেগে যায়। 

প্রসঙ্গত, এখন আলিয়া ব্যস্ত 'আলফা' ছবির শুট্যিংয়ে। সেখানে তাঁকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। ছবিটি চলতি বছরে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে আলিয়া তাঁর স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আসতে চলেছেন।

 

Read more!
Advertisement
Advertisement