Advertisement

Alia Bhatt: ২০ কোটির গয়নায় সেজেছেন আলিয়া! কী বিশেষত্ব সেই হার- আংটির?

Alia Bhatt: সম্প্রতি দ্য ডিভা লন্ডনের হোপ গালা আয়োজন করেছিল। এই প্রথম কোনও চ্যারিটি ইভেন্ট করলেন রণবীর ঘরনী। আসলে লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে রয়েছে।

আলিয়া ভাট (ছবি: গেটি ইমেজেস ও ইনস্টাগ্রাম)আলিয়া ভাট (ছবি: গেটি ইমেজেস ও ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2024,
  • अपडेटेड 12:23 PM IST

আলিয়া ভাট তাঁর স্টাইল স্টেটমেন্ট ও ব্যক্তিত্বের জন্য আলোচনায় থাকেন। বর্তমানে ফের শিরোনামে তিনি। নায়িকা এমন ফ্যাশন গোলস সেট করেছেন, যে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছে না রীতিমতো। সম্প্রতি দ্য ডিভা লন্ডনের হোপ গালা আয়োজন করেছিল। এই প্রথম কোনও চ্যারিটি ইভেন্ট করলেন রণবীর ঘরনী। আসলে লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে রয়েছে। যেখানে, কিশোর-কিশোরীদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ করা হয়।  

বিশেষ এই অনুষ্ঠানে আলিয়া ভাটকে দু'রকম পোশাকে দেখা যায়। একটিতে তিনি একটি হোয়াইন রঙা লং গাউন পরেছেন। অন্যটিতে নায়িকাকে দেখা গেল আইভোরি রঙের শাড়িতে। তবে যা সবচেয়ে বেশি সকলের চোখ টানছে, তা হল বলিউড নায়িকার গয়না। অভিনেত্রী প্রায় ২০ কোটি টাকার গয়না পরেছেন।

 

আরও পড়ুন

গাউনের সঙ্গে একটি হিরে এবং নীলকান্তমণির নেকলেস পরেছিলেন। এর সঙ্গে তিনি একটি ম্যাচিং আংটিও পরেছিলেন। যার দাম কয়েক কোটি টাকা। ইতালিয়ান জুয়েলারি ব্র্যান্ড বুলগারির গয়নায় এদিন সেজেছিলেন আলিয়া। প্রিয়াঙ্কা চোপড়া এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলিয়া ভাটের ছবি।

প্রসঙ্গত, আলিয়া ভাট এই মুহূর্তে ব্যস্ত একাধিক প্রোজেক্ট নিয়ে।সঞ্জয় লীলা ভান্সালির 'লভ অ্যান্ড ওয়্যা' ছবিতে দেখা যাবে তাঁকে। এখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও তাঁর 'জিগরা' ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিয়েছেন আলিয়া ভাট। 


 

Read more!
Advertisement
Advertisement