আম্বানি পরিবারে উৎসবের আমেজ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। মামেরু অনুষ্ঠান শেষে, গরবা নাইটস সকলে ভালই উপভোগ করেছেন। এখন বি-টাউনের তারকাদের ক্যালেন্ডার ১৪ জুলাই পর্যন্ত বুক করা আছে। অনন্ত- রাধিকার বিয়ের অনুষ্ঠান চলবে এদিন অবধি।
জুটির বিয়ের অনুষ্ঠানের সম্পূর্ণ সময়সূচি বেরিয়েছে। ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে। ৫ জুলাই মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে জাকজমকপূর্ণ সঙ্গীত অনুষ্ঠানের৷ শোনা যাচ্ছে, বর- কনের পরিবর ছাড়াও সেখানে অংশ নেবেন বলিউড তারকারা। এর পাশাপাশি পারফর্ম করবেন হলিউড তারকা জাস্টিন বিবার ও বাদশাহ।
শুধু তাই নয়, শোনা যাচ্ছে সলমান খান এবং রণবীর সিংও সঙ্গীত নাইটসে পারফর্ম করবেন। এছাড়াও জাহ্নবী কাপুর, তাঁর বয়ফ্রেন্ড শিখর পাহারিয়ার সঙ্গে অংশ নিতে দেখা যাবে। জাভেদ জাফরির ছেলে মিজান জাফরিকেও দেখা যাবে পারফর্ম করতে।
সঙ্গীতের পরে ৮ জুলাই একটি গৃহপুজোর আয়োজন করা হয়েছে। এতে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত থাকবেন। ১০ জুলাই, অনন্ত ও রাধিকার মঙ্গলের জন্য আয়োজন করা হয়েছে শিব পুজোর। এরপর এদিন সন্ধ্যায় একটি ইয়াংস্টার নাইটস হবে, যেখানেও সামিল হবেন বহু মানুষ।
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ে হবে ১২ জুলাই। তাঁদের বিয়ের শুভ লগ্ন বিকেল ৩টে। এরপর, ১৩ জুলাই হবে আশীর্বাদ অনুষ্ঠান। সমস্ত অতিথি ও পরিবারের সদস্যরা এদিন নবদম্পতিকে আশীর্বাদ করবেন। জুটির গ্র্যান্ড রিসেপশন হবে ১৪ জুলাই। তিন দিনের এই বিয়ের অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট।। এদিন সংবাদমাধ্যম এবং চলচ্চিত্র জগতের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।