Advertisement

Karan Ananya Video: করণের আচরণে অস্বস্তিতে অনন্যা পাণ্ডে? VIRAL ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান ও করণ জোহরের একটি ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিওতে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের পাশে ছিলেন প্রযোজক করণ জোহর ও অভিনেতা কার্তিক আরিয়ান। ঘটনাটি কোনও এক ফিল্ম ইভেন্টের বলে দাবি করা হচ্ছে।

অনন্যার মুখের সেই কয়েক সেকেন্ডের অভিব্যক্তি নিয়েই এখন নেটদুনিয়ায় জোর চর্চা।অনন্যার মুখের সেই কয়েক সেকেন্ডের অভিব্যক্তি নিয়েই এখন নেটদুনিয়ায় জোর চর্চা।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 12:14 AM IST
  • সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান ও করণ জোহরের একটি ভিডিও ঘিরে বিতর্ক।
  • ভিডিওতে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের পাশে ছিলেন প্রযোজক করণ জোহর ও অভিনেতা কার্তিক আরিয়ান।
  • ঘটনাটি কোনও এক ফিল্ম ইভেন্টের বলে দাবি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান ও করণ জোহরের একটি ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিওতে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের পাশে ছিলেন প্রযোজক করণ জোহর ও অভিনেতা কার্তিক আরিয়ান। ঘটনাটি কোনও এক ফিল্ম ইভেন্টের বলে দাবি করা হচ্ছে। ভাইরাল ক্লিপে অনন্যার অস্বস্তিকর মুহূর্ত নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকদের একাংশ। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে নানা মন্তব্য। ক্ষোভও প্রকাশ করছেন অনেকে।

ভাইরাল ভিডিওটি সম্ভবত 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' ছবির প্রমোশনের সময়কার। সেই অনুষ্ঠানে ছবির প্রযোজক করণ জোহর, নায়ক কার্তিক আরিয়ান এবং নায়িকা অনন্যা পাণ্ডে একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। সেই সময়ই ঘটে যায় বিতর্কিত মুহূর্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, পোজ দেওয়ার সময় করণ জোহর অনন্যার কোমরে হাত রাখেন। শুধু তাই নয়, কয়েক মুহূর্তের জন্য সেই হাত নাড়াতেও দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি দেখতে CLICK HERE

এই ঘটনার পরই অনন্যার মুখের অভিব্যক্তি বদলে যেতে দেখা যায় বলে দাবি নেটাগরিকদের। অভিনেত্রীকে স্পষ্টতই অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছে, এমনটাই মত বহু দর্শকের। ভিডিওতে অনন্যা কিছু না বললেও তাঁর শরীরী ভাষায় অস্বস্তির ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছেন অনেকে। ভিডিও অনুযায়ী, অনন্যা নিজের কোমর থেকে করণের হাত সরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই করণ নিজেই হাত সরিয়ে নেন।

এই ছোট্ট মুহূর্তের ভিডিওই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে। আর তার পর থেকেই কমেন্ট বক্সে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ প্রশ্ন তুলছেন করণ জোহরের আচরণ নিয়ে, কেউ আবার ভিডিওটির সত্যতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। এক জন ইউজার লেখেন, 'চাঙ্কি পাণ্ডেকে ডাকুন।' আর এক জনের প্রশ্ন, 'এটা কি এআই দিয়ে বানানো?' কেউ আবার সোজাসাপটা ভাষায় লেখেন, 'এটা কী করছে?'

এই ঘটনায় এখনও পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভিডিওটি যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, তা বলাই বাহুল্য। বলিউডের নামী প্রযোজক ও জনপ্রিয় অভিনেত্রী, দু’জনকে ঘিরেই তাই চর্চা তুঙ্গে। বিষয়টি নিছক ভুল বোঝাবুঝি, না কি সত্যিই অস্বস্তিকর আচরণ, তা নিয়েই চলছে তর্ক।

Advertisement

এই ঘটনার প্রেক্ষিতে ফের কর্মক্ষেত্রে ব্যক্তিগত পরিসর নিয়ে আলোচনা করছেন অনেকে। বিশেষত ক্যামেরার সামনে, প্রকাশ্য অনুষ্ঠানে এমন মুহূর্ত কতটা স্বাভাবিক, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সোশ্যাল মিডিয়ার যুগে একটি ছোট্ট ভিডিওই যে কত বড় বিতর্কের জন্ম দিতে পারে, এই ঘটনা তারই উদাহরণ। অনন্যার মুখের সেই কয়েক সেকেন্ডের অভিব্যক্তি নিয়েই এখন নেটদুনিয়ায় জোর চর্চা।

Read more!
Advertisement
Advertisement