Advertisement

Anil Kapoor Nayak 2: ২৫ বছর পরে তৈরি হচ্ছ 'নায়ক ২'! এবারও মুখ্য চরিত্রে অনীল? বি-টাউনের বড় খবর

Nayak Movie Sequel: অনিলের জীবনের সেরা কাজগুলোর মধ্যে, 'নায়ক'-র জন্য বিপুল ভালোবাসা পান প্রবীণ অভিনেতা। ২০২৬-র শুরুতেই বড় খবর বলিউডের। এবার তৈরি হবে 'নায়ক ২'।

অনীল কাপুরঅনীল কাপুর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 5:30 PM IST

শিবাজী রাওকে মনে আছে? প্রায় ২৫ বছর আগে পর্দার এই দাপুটে চরিত্র আজও বহু দর্শকের মনের কাছে রয়েছে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত 'নায়ক: দ্য রিয়্যাল হিরো। অনিলের জীবনের সেরা কাজগুলোর মধ্যে, 'নায়ক'-র জন্য বিপুল ভালোবাসা পান প্রবীণ অভিনেতা। ২০২৬-র শুরুতেই বড় খবর বলিউডের। এবার তৈরি হবে 'নায়ক ২'।

'নায়ক' ছবিটি পরিচালনা করেছিলেন তামিল পরিচালক শঙ্কর। এটি ছিল ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর তামিল ছবি 'মুধালভান'-র রিমেক। 'নায়ক'-এ রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। এছাড়াও ছিলেন,পরেশ রাওয়াল, অমরিশ পুরি, জনি লিভার এবং সৌরভ শুক্লার মতো তাবড় অভিনেতারা। বক্স অফিসেও দারুণ সাফল্য লাভ করেছিল এই ছবি। এবার প্রায় ২৫ বছর পর, এর সিক্যুয়েল আসবে বলে জানা যাচ্ছে।

সুপারহিট রোম্যান্টিক ছবি 'সনম তেরি কসম'-রপ্রযোজক দীপক মুকুট 'নায়ক ২' আসার খবরটি নিশ্চিত করেছেন। ছবিটির স্বত্ব তাঁর কাছেই রয়েছে। তিনি জানিয়েছেন যে, অনিল কাপুরের সঙ্গে ছবিটি প্রযোজনা করবেন তিনি। প্রযোজনা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অনীল।

আরও পড়ুন

সংবাদমাধ্যমকে দীপক মুকুট বলেন, "আমি এবং অনিল কাপুর একসঙ্গে এই ছবিটি তৈরি করছি। এখন এ বিষয়ে বিস্তারিত কিছু বলার সময় আসেনি, কারণ অনেক আলোচনা ও কথাবার্তা চলছে। হ্যাঁ, 'নায়ক'-র সিক্যুয়েল তৈরির কাজ চলছে এবং আমরা দু'জনেই এটি একসঙ্গে প্রযোজনা করছি।"

প্রযোজক আরও বলেন, বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই শ্যুটিং শুরু হবে। দীপক মুকুট বলেন যে তিনি শীঘ্রই 'নায়ক ২'-র সিক্যুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তিনি বলেন, "এটি একটি ঐতিহ্যবাহী প্রোজেক্ট। প্রায় ২৫ বছর হয়ে গেছে। প্রতিটি ছবির নিজস্ব ভাগ্য থাকে। যখন সময় আসে, তখন হয়। আমরা অনুভব করেছি যে এখন এটি করার সঠিক সময়। আমাদের মধ্যে বোঝাপড়া আছে এবং আমরা সবাই মিলে এই কাজটা করছি। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না।"

Advertisement

প্রসঙ্গত, অনিল কাপুরের হাতে রয়েছে বেশ কিছু কাজ। শীঘ্রই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র 'আলফা'-তে দেখা যাবে তাঁকে। এছাড়াও 'সুবেদার' ছবিতে দেখা যাবে, যা শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

 

Read more!
Advertisement
Advertisement