Advertisement

AK vs AK: ট্যুইটারে চলছে অনুরাগ-অনিলের 'শব্দের লড়াই'! হতবাক নেটিজেনরা

ট্যুইটারে রীতিমতো বাকযুদ্ধ লেগেছে অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)। সোস্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই যেন সম্প্রতি বলিউডের এক ট্রেন্ড হয়ে গেছে। তবে অনুরাগ ও অনিলের ক্ষেত্রে কারণটা একটু ভিন্ন। 

অনুরাগ কাশ্যপ ও অনিল কাপুর
সৌমিতা চৌধুরী
  • মুম্বই,
  • 06 Dec 2020,
  • अपडेटेड 6:55 PM IST
  • বাকযুদ্ধ লেগেছে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের।
  • রীতিমতো হতবাক নেটিজেনরা।
  • সমস্যার সমাধান করলেন জানালেন সিদ্ধার্থ মালহোত্রা।

ট্যুইটারে রীতিমতো বাকযুদ্ধ লেগেছে অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)। সোস্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই যেন সম্প্রতি বলিউডের এক ট্রেন্ড হয়ে গেছে। তবে অনুরাগ ও অনিলের ক্ষেত্রে কারণটা একটু ভিন্ন। 

আসলে অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ বিক্রমাদিত্য মোটওয়ানের পরবর্তী OTT প্যাটফর্মের ছবি 'একে ভার্সেস একে' ( Ak vs AK)- তে অভিনয় করছেন। এটি তারই একটি প্রমোশন। বলা চলে, শব্দের যুদ্ধ চলছে মাইক্রো ব্লগিং এই প্ল্যাটফর্মে। আসল কথাটা শুরু হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম'(Delhi Crime) -র প্রশংসা করতে গিয়ে। অনিল কাপুর লিখেছেন, "আমি আগেও বলেছি, এর পরেও বলব কারণ ওঁদের এটি প্রাপ্য। আবারও শুভেচ্ছা 'দিল্লি ক্রাইমে'র টিমকে। আমাদের লোকজনেরা এত বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে দেখে সত্যিই ভাল লাগছে। শেফালী শাহকে হলিউডে স্বাগত"। এই কথা টেনে অনুরাগ কাশ্যপ লিখেছেন, "আপনারা অস্কার কোথায় আছে? নেই? আচ্ছা... মনোনয়ন?"

 

অনিল কাপুরের তখন পাল্টা উত্তর, " 'স্লামডগ মিলিয়নিয়র' অস্কার পাচ্ছে এটা টিভিতে দেখাও অস্কার পাওয়ার মতো । তোমার দ্বারা হবে না"। 

 

যেইমাত্র নেটিজেনরা ভাবতে শুরু করলেন দুজনের মধ্যে চলছে মজার এক কথোপকথন বিনিময়। ঠিক সেই সময়ই অনুরাগের আরও একটি ট্যুইট দ্বন্দ্বে ফেলছে সকলকে। 

 

 

এরপর নেট নাগরিকদের সব সমস্যার সমাধান করে কমেন্ট করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনি জানান, 'Ak vs Ak' - র ক্যাম্পেন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। যারা ভাবছেন ওঁনাদের মধ্যে এই সমস্যার কেন চলছে সেই কথা, তাঁদের জন্যে জানাচ্ছি আসলে অনুরাগ আর অনিল 'একে ভার্সেস একে'- তে একজন অভিনেতা এবং পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। 

Advertisement

 

প্রসঙ্গত, এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে। একজন পরিচালক, এক অভিনেতার মেয়েকে অপহরণ করেন। সেই অভিনেতা তাঁর মেয়েকে খোঁজার চেষ্টা করছেন এবং এই ভাবেই এগোচ্ছে ছবির গল্প"।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement