Advertisement

Sourav Ganguly Biopic: বায়োপিকে সৌরভের ভূমিকায় আয়ুষ্মান? জোর জল্পনা বি-টাউনে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। রণবীর কাপুর অভিনয় করবেন বলে যে জল্পনা শুরু হয়েছিল তা অভিনেতা নিজেই তার অবসান করেছেন। সম্প্রতি কলকাতায় এসে দাদাকে সঙ্গে নিয়েই রণবীর জানান যে তাঁকে এই বায়োপিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়নি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না। তাই দাদার বায়োপিকে শেষপর্যন্ত কাকে দেখা যাবে সে নিয়ে কিন্তু রহস্য এখনও রয়েছে।

সৌরভের বায়োপিকে কি আয়ুষ্মান খুরানা? সৌরভের বায়োপিকে কি আয়ুষ্মান খুরানা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2023,
  • अपडेटेड 2:35 PM IST
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে
  • রণবীর কাপুর অভিনয় করবেন বলে যে জল্পনা শুরু হয়েছিল তা অভিনেতা নিজেই তার অবসান করেছেন
  • সম্প্রতি কলকাতায় এসে দাদাকে সঙ্গে নিয়েই রণবীর জানান যে তাঁকে এই বায়োপিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়নি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। রণবীর কাপুর অভিনয় করবেন বলে যে জল্পনা শুরু হয়েছিল তা অভিনেতা নিজেই তার অবসান করেছেন। সম্প্রতি কলকাতায় এসে দাদাকে সঙ্গে নিয়েই রণবীর জানান যে তাঁকে এই বায়োপিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়নি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না। তাই দাদার বায়োপিকে শেষপর্যন্ত কাকে দেখা যাবে সে নিয়ে কিন্তু রহস্য এখনও রয়েছে। 

আয়ুষ্মানের নাম শোনা যাচ্ছে
বলিউডের একাধিক তারকার নামই শোনা যাচ্ছে এই প্রজেক্টের জন্য। তবে বলিউডের অন্দরের খবর, আভিজাত্যে চুঁইয়ে পড়া লর্ডসের ব্যালকনি থেকে খালি গায়ে জার্সি ওড়ানোর দৃশ্যে নাকি দেখা যেতে পারে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। সৌরভের মতোই তাঁকেও একের পর এক ছক্কা হাঁকাতে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। যদিও সৌরভের পছন্দের অভিনেতা ছিলেন রণবীর কাপুরই। কিন্তু রণবীর এই প্রজেক্টের জন্য কোনও প্রস্তাব পাননি বলেই জানিয়েছেন। আর তাই নাম উঠে এসেছে আয়ুষ্মান খুরানার। 

আরও পড়ুন

আয়ুষ্মান দুহাতেই ব্যাট ধরতে পারেন
শোনা যাচ্ছে, রণবীরের পছন্দের খেলা আসলে ফুটবল, ক্রিকেট নয়। যদিও কলকাতায় 'তু ঝুটি ম্যায় মক্কার' সিনেমার প্রচারে এসে রণবীর সৌরভের সঙ্গে ইডেনে প্রীতি ম্যাচ খেলেন। তবে আয়ুষ্মানের কিন্তু প্রিয় খেলা ক্রিকেট। তিনি ভালো ক্রিকেটও খেলেন। রণবীর যেমন শুধুই ডানহাতে ব্যাট করতে পারেন, আয়ুষ্মানের সেই সমস্যা নেই তিনি দুহাতে সমান তালে ব্যাট করতে পটু। 

ক্রিকেট ভালো খেলতেন তিনি
কিছু বছর আগে আয়ুষ্মান তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি সব্যসাচী। অর্থাৎ তিনি দুহাতেই ব্যাট ধরতে পারদর্শী। এখানে উল্লেখ্য, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও কিন্তু ক্রিকেটটা ভালো খেলতেন, যা তাঁকে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে এমএস ধোনি হয়ে উঠতে সহায়তা করেছে। 

Advertisement

শীঘ্রই কাজ শুরু হবে বায়োপিকে
লাভ ফিল্মস প্রযোজনার অধীনে তৈরি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এরা 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিটিরও প্রযোজক। তাই এই সিনেমা মুক্তির পরই তাঁরা সৌরভের বায়োপিক নিয়ে কাজ করবেন। তবে আয়ুষ্মানের নাম শোনা গেলেও সৌরভের চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাকে অনেক কটা ধাপ পেরোতে হবে। তিনি অভিনেতা হিসাবে অসাধারণ এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এইসব ধাপ পেরিয়ে যদি সফল হতে পারেন তাহলেই বাঙালি আইকনের চরিত্রে দেখা যেতে পারে আয়ুষ্মানকে। এখন শুধুই অপেক্ষা সময়ের।  

Read more!
Advertisement
Advertisement