Bachchhan Pandey Box Office Collection Day 2: অক্ষয় কুমারের নয়া ফিল্মের জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার পর হলে এমন সময় বচ্চন পান্ডে রিলিজ হয়ে এল, যখন গোটা দেশের হল কাঁপিয়ে বেড়াচ্ছে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) প্রথম দিন এই ফিল্মটি ১৩ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছিল, সেখানে দ্বিতীয় দিন বচ্চন পান্ডের বক্স অফিস কালেকশন হতাশ করেছে নির্মাতাদের।
দ্বিতীয় দিন ছবি কত করল কামাই?
অক্ষয় কুমার, কৃতি শ্যানন এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত তারকাখচিত হওয়া সত্ত্বেও বেশি কিছু করতে পারেনি। বক্স অফিস ঠান্ডা শুরু করার পর বচ্চন পান্ডে দ্বিতীয় দিন ১২ কোটি টাকা আয় করতে পেরেছে। শুক্রবার এবং শনিবার কালেকশনে অক্ষয়ের সিনেমা এখনও পর্যন্ত ২৫ কোটি ২৫ লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছে।
সুপার সান্ডের অপেক্ষা ফিল্মের
উইকেন্ডে ফিল্ম আসার পর সামান্য আশা করা যাচ্ছে কালেকশন বাড়বে। দেখতে হবে যে ফিল্মের সানডে-তে কত কালেকশন করতে পারে। যদি সিনেমার গল্পের কথা বলি তাহলে অক্ষয়, কৃতি শ্যাননের বচ্চন পান্ডে নিয়ে এখনো পর্যন্ত মিক্স রিভিউ পাওয়া গিয়েছে। কারও সিনেমা খুব ভালো লেগেছে, আবার কেউ বলছে এর চেয়ে বোরিং সিনেমার হয় না।
কেন হচ্ছে না বচ্চন পান্ডে-র আয় ?
প্রশ্ন হল যে বড় বাজেটের ফিল্ম এর বড় স্টার থাকা সত্ত্বেও বক্স অফিস কালেকশন কেন ভাল হচ্ছে না? অনেকে মনে করছে, বড় কারণ দ্য কাশ্মীর ফাইলসকে নিয়ে আসা গোটা দেশের সুনামি। এই সময় যদি প্রত্যেকটি জায়গায় কোনও ফিল্ম নিয়ে আলোচনা হয়, তাহলে সেটা কাশ্মীর ফাইলস। কেউ ভালো বলুক, খারাপ বলুক, আলোচনা হচ্ছে সেই কাশ্মীরি পণ্ডিতদের বিতারণ করা নিয়ে সিনেমার বিষয় নিয়েই।
সেই সিনেমা নিয়ে এতটাই বুঁদ হয়ে রয়েছে দেশের আম জনতা, অন্য সিনেমার দিকে তাকানোর এখন সময় নেই। বর্তমান সময়ে রিলিজ করাটাই ভুল বলে অনেকে মনে করছেন। আবার অনেকে মনে করছেন, এ সিনেমা অন্য সময় রিলিজ করলেও ভালো চলতে পারত না।
রবিবারের ওপর সকলের নজর এখন। এই দিন যদি বচ্চন পান্ডে তার ক্ষতি পূরণ করতে পারে তাহলে হয়তো কিছুটা সফল বলা যাবে সিনেমাটিকে।