Advertisement

'স্পর্শ করছিলেন বুড়ো কাকু, কোমরে...', শ্লীলতাহানির শিকার বাঙালি নায়িকা

Mouni Roy: ভিনরাজ্যে গিয়ে এবার অশ্লীলতার শিকার বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হওয়া নোংরামির বিষয়টি তুলে ধরেছেন মৌনি।

মঞ্চেই অশ্লীল ভাবে মৌনি-র শরীর স্পর্শমঞ্চেই অশ্লীল ভাবে মৌনি-র শরীর স্পর্শ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 7:48 PM IST
  • ভিনরাজ্যে গিয়ে এবার অশ্লীলতার শিকার বাঙালি অভিনেত্রী মৌনি রায়।
  • সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হওয়া নোংরামির বিষয়টি তুলে ধরেছেন মৌনি।
  • তাঁকে বাজে ভাবে ছোঁয়া হয় বলেও দাবি করেন মৌনি।

ভিনরাজ্যে গিয়ে এবার অশ্লীলতার শিকার বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হওয়া নোংরামির বিষয়টি তুলে ধরেছেন মৌনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী দাবি করেন,  হরিয়ানার কর্নালে একটি অনুষ্ঠানে কিছু লোক তাঁর সঙ্গে রীতিমতো অশ্লীলতা করেছে। তাঁর দাবি, অনুষ্ঠানে কিছু বয়স্ক লোক তাঁকে  অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। এমনকী তাঁকে বাজে ভাবে ছোঁয়া হয় বলেও দাবি করেন মৌনি।

মৌনি তাঁর পোস্টে লিখেছেন, "আমার শেষ অনুষ্ঠানটি ছিল কর্নালে। সেখানে অতিথিদের আচরণে আমি গভীরভাবে দুঃখিত হয়েছি। বিশেষ করে দুজন বয়স্ক ব্যক্তি যারা রীতিমতো দাদু-দাদুর মতো দেখতে ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা আমার কাছে ফটো তোলার জন্য আসে। অদ্ভূত ভাবে ফটো তোলার জন্য ওই ব্যক্তি আমার কোমরেও হাত রাখে। কিন্তু যখন আমি তাঁকে বললাম, 'স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে নিন।' কিন্তু একথায় তিনি রেগে যান।"

মৌনি আরও বলেন, "মঞ্চে অবস্থা আরও খারাপ ছিল। মঞ্চের সামনে দু'জন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তাঁরা টানা অশ্লীল মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। যখন আমি বিষয়টা বুঝতে পারলাম, তখন এমন করতে বারণ করেছি। কিন্তু জবাবে তারা আমার দিকে গোলাপ ছুঁড়তে শুরু করল। বিষয়টিতে চমকে গিয়ে আমি প্রায় মঞ্চের মাঝে চলে গিয়েছিলাম। পরে আবার এগিয়ে এসে পারফর্ম্যান্স শেষ করি।"

মৌনি জানান, এই ঘটনার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আরও বলেন, "তারপরও ওই লোকেরা থামেননি। সবচেয়ে আশ্চর্য বিষয় হল, সংগঠকদের পক্ষ থেকে এসে কেউ ওই ব্যক্তিদের সরিয়েও দেয়নি। আমার মতো কেউ যদি এই সমস্ত কিছুর মুখোমুখি হয়, তাহলে আমি কল্পনাও করতে পারি না যে নতুন মেয়েরা যারা সবেমাত্র কাজ শুরু করছে এবং শো করছে তাদের পরিস্থিতি কেমন হবে।"

পোস্টে মৌনি দাবি করেছেন, শুধু অশ্লীল ভাবে ছোঁয়া বা অঙ্গভঙ্গিই নয়। তাঁর বিকৃত ভিডিও রেকর্ড করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, "মঞ্চটি  ছিল উঁচুতে। আর এক ব্যক্তি নীচু থেকে থেকে আমার ভিডিও করছিল। কেউ যখন ওকে বারণ করে, তখন ওই ব্যক্তি গালিগালাজ শুরু করে। আমি আমার দেশ, দেশের মানুষ এবং ঐতিহ্যকে ভালোবাসি... কিন্তু এই সব কী?" 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement