দিন কতক আগে রামসেতুর ছবির পোস্টার নিয়ে প্রবল কটাক্ষের শিকার হয়েছিলেন খিলাড়ি কুমার। এ বার সম্রাট পৃথ্বীরাজ নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি। অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj) মুক্তির আগেই খবরে রয়েছে। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। একটি দৃশ্যে ট্রোলড হচ্ছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের এই স্পেশাল সিক্যুয়েন্সের মানুষ উপভোগ করছেন। আসুন জানা যাক পুরো বিষয়টি কি।
ট্রোলড অক্ষয় কুমার
অক্ষয় কুমারের ছবি সম্রাট পৃথ্বীরাজের সেই দৃশ্য ভাইরাল হচ্ছে যেখানে অভিনেতাকে বেঁধে রাখা হয়েছে। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে, বেড়ি দিয়ে বাঁধা অক্ষয় কুমারের হাতও দড়ি দিয়ে বাঁধা। এই দড়ি যেভাবে বাঁধা তা নিয়ে মানুষ মজা করছে। দড়িটি এতটাই ঢিলেঢালাভাবে বাঁধা যে কেউ সহজেই তার হাত বের করতে পারে। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় এটি লক্ষ্য করেছেন, তারপরে এটি কী... শুরু হয়েছে ট্রোলিং।
লোকেরা অক্ষয় কুমারকে কটাক্ষ করেছে
একজন ব্যবহারকারী দড়ি দিয়ে অক্ষয়ের হাত বাঁধা একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন – চা পান করার জন্য দড়িটা একটু ঢিলে রাখআ হয়েছে। অন্যজন লিখেছেন- ভাই এত শক্ত করে হাত কে বাঁধে? আপনার হাত ব্যাথা শুরু হবে? ভাই এভাবে কে বাঁধে?...মানুষ এই কথা বলে মজা পাচ্ছে। লোকেরা এই ছবিতে বিমল এলাচের বিজ্ঞাপন করার জন্য অক্ষয় কুমারকেও কটূক্তি করছে। ব্যবহারকারী লিখেছেন- 'বোলো জুবান কেশরি'।
এই দৃশ্যের সম্পূর্ণ ময়না-তদন্ত করতে গিয়ে এক ব্যক্তি লিখেছেন- কিছু ডেডিকেশন দেখান, ডিটেইলিং নিয়ে কিছু কাজ করো। মুখে ব্যথা ক্লান্তিও নেই, হেরে যাওযার দুঃখ নেই। পৃথ্বীরাজের চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় নিয়েও ব্যবহারকারীরা কটাক্ষ করছেন। একজন লিখেছেন- কোন অ্যাঙ্গেল থেকে এটাকে পৃথ্বীরাজের মতো দেখায়। অক্ষয় কুমারের লুক ও অভিনয় নিয়ে লেখা হয়েছে অনেক মন্তব্য।
আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে বিউটি কুইন মানুষী ছিল্লারের। সম্রাট পৃথ্বীরাজ ছবিতে তাকে দেখা যাবে সংযুক্তার চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে সফল হবে কি না, তা খুব শিগগিরই জানা যাবে।