Advertisement

Alia Bhatt Pregnant: মা হচ্ছেন আলিয়া! নিজেই জানালেন সুখবর

ফের একবার খুশির হাওয়া বইতে শুরু করেছে কাপুর পরিবারে। এপ্রিল মাসে রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে নিয়ে মেতে উঠেছিল গোটা পরিবার। জুম মাসের শেষেই বিরাট সুখবর ঘোষণা করলেন আলিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মা হতে চলেছেন তিনি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিরাট ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আলিকায় আলট্রা সাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন।

আলিয়া ভাটআলিয়া ভাট
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 27 Jun 2022,
  • अपडेटेड 11:39 AM IST

ফের একবার খুশির হাওয়া বইতে শুরু করেছে কাপুর পরিবারে। এপ্রিল মাসে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে নিয়ে মেতে উঠেছিল গোটা পরিবার। জুম মাসের শেষেই বিরাট সুখবর (Alia Bhatt Pregnant) ঘোষণা করলেন আলিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মা হতে চলেছেন তিনি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিরাট ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আলিকায় আলট্রা সাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। দেখছেন তাঁর বহু সন্তানের প্রথম ছবি।


আলিয়াকে অভিনন্দন

চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর পরই সুখবর শেয়ার করেছেন এই জুটি। এই সুখবর আসার পর কাপুর ও ভাট পরিবারে আনন্দের জোয়ার বইছে। আলিয়ার গর্ভাবস্থার পোস্টে তার মা সোনি রাজদান এবং ননদ রিদ্ধিমার প্রতিক্রিয়াও এসেছে। রিদ্ধিমা হার্ট ইমোজি তৈরি করেছেন, যখন তার মা সোনি রাজদান লিখেছেন – অভিনন্দন মামা এবং পাপা সিংহ। করণ জোহর, যিনি আলিয়াকে নিজের মেয়ে মনে করেন, তারও সুখের সীমা নেই।

আরও পড়ুন

 

ইন্সটাতে দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া। প্রথম ছবিতে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি সোনোগ্রাফি করছেন। কম্পিউটারের পর্দা ব্লার করা রয়েছে এবং এটিতে একটি হার্ট ইমোজি দেওয়া রয়েছে। কম্পিউটার স্ক্রিনে শিশুটিকে দেখে আলেয়ার খুশির সীমা নেই। আলেয়ার পাশে কেউ বসে আছেন। তার পিঠ দেখা যাচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে তিনি রণবীর কাপুর হতে পারেন। দ্বিতীয় ছবিতে, আলিয়া একটি সিংহ সিংহী এবং তার সন্তানের একটি ছবি শেয়ার করেছেন। এর মানে তার সংসার সম্পূর্ণ হতে চলেছে।

 

Read more!
Advertisement
Advertisement