বলিউডে পশুপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। অনেক তারকাই রয়েছেন যাঁরা পশুপ্রেমের কারণে আমিষ খাবার ত্যাগ করে পুরোপুরি ভেগান হয়ে গিয়েছেন। অনন্যা পাণ্ডে সেই তারকাদের তালিকাতেই পড়েন, যাঁরা পশুপ্রেমী।
গোল্ডেন রিট্রিভার রয়েছে অভিনেত্রীর কাছে
চাঙ্কি পাণ্ডে কন্যার কাছে রয়েছে বিশাল একটি গোল্ডেন রিট্রিভার। আর সময় পেলেই অভিনেত্রী তার সঙ্গে সময় কাটান। আর তাঁর পোষ্যটিও তাঁকে পেলে আর ছাড়তে চায় না।
পোষ্যকে নিয়ে খেলার ছবি পোস্ট
সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নিজের পোষ্যকে নিয়ে খেলার বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে পোষ্যের সঙ্গে নানান রকমভাবে খেলা করতে দেখা গিয়েছে। এই ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'আমার ওর ভালোবাসা ও স্নেহের প্রয়োজন।' অনন্যার পোষ্যকে দেখেও বোঝা যাচ্ছে যে সেও কতটা খুশি অনন্যাকে কাছে পেয়ে।
সারমেয়দের প্রতি প্রেম
অনন্যার সারমেয় প্রেম গোটা বলিউড জানে। তিনি রাস্তায় বের হলে কোনও কুকুর বা বেড়াল দেখলে আদর না করে যাবেন না। সিনেমার সেটেও অনন্যাকে কুকুর নিয়ে খেলতে দেখা গিয়েছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
পোষ্যদের নিয়ে একাধিক ছবি
অনন্যার সোশ্যাল মিডিয়া পেজে নজর রাখলেই দেখা যাবে একাধিক ছবি, যেখানে অভিনেত্রী তাঁর পোষ্যদের সঙ্গে নিয়ে ফটোসেশন করেছেন। তিনি মনে করেন এদের সঙ্গে সময় কাটালে জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। জনপ্রিয় এক পোষ্যদের ব্র্যান্ডের হয়ে কাজও করেন অনন্যা। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সময় পেলেই পোষ্যদের সঙ্গেই সাময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন।
বলিউডে অনন্যা পাণ্ডে
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ থেকে বলিউডের সফর শুরু করেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। তবে গত বছর গহরাইয়া সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। যদিও ফ্যাশনের দিক থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মাত দিতে পারেন অনন্যা পাণ্ডে।