Advertisement

Khusi Mukherjee On Suryakumar : 'পিছনে পড়ে থাকে অনেক ক্রিকেটার, সূর্যকুমার তো...', বিস্ফোরক দাবি অভিনেত্রী খুশির

ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বলিউড অভিনেত্রী ও মডেল খুশি মুখোপাধ্যায়। তাঁর দাবি, সূর্যকুমার যাদব অতীতে তাঁকে ঘন ঘন মেসেজ করতেন।

সূর্যকুমার যাদবকে নিয়ে কী বললেন অভিনেত্রী খুশি? সূর্যকুমার যাদবকে নিয়ে কী বললেন অভিনেত্রী খুশি?
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 7:18 PM IST
  • ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বলিউড অভিনেত্রী
  • পোশাক-সহ একাধিক বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন খুশি

ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বলিউড অভিনেত্রী ও মডেল খুশি মুখোপাধ্যায়। তাঁর দাবি, সূর্যকুমার যাদব অতীতে তাঁকে ঘন ঘন মেসেজ করতেন। প্রসঙ্গত, পোশাক-সহ একাধিক বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন খুশি। আজকের এই মন্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খুশি জানান, সূর্যকুমার একা নন, তাঁর সঙ্গে অনেক ক্রিকেটারের কথা হত। তবে তাঁদের কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না। ভবিষ্যতেও তিনি কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক জড়াতে চান না। তাঁর এই বিষয়ে আগ্রহও নেই। 

অভিনেত্রী বলেন, 'আমি কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। অনেক ক্রিকেটারের সঙ্গে আমার কথা হত। তাঁরা আমার পিছনে পড়ে থাকতেন। সূর্যকুমার যাদব আমাকে মেসেজ করতেন। কিন্তু এখন মনে হয় আমরা বেশি কথা বলি না। এসবের সঙ্গে নিজেকে জড়াতেও চাই না। আমার সঙ্গে কেউ জড়িয়ে পড়েছে, শুনতেও ভালো লাগে না। অপছন্দ করি।' 

এদিকে খুশির এই মন্তব্য সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। দ্বিধাবিভক্ত নেটিজেনরা। একটা অংশ সূর্যকুমারের সমালোচনা করেছেন। তবে অনেকে আবার এটাও দাবি করছেন, খুশি নামের ওই অভিনেত্রী প্রচারের আলোয় আসার জন্য সূর্যর নাম ব্যবহার করছেন। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনও উত্তর দেননি অভিনেত্রী বা ওই ক্রিকেটার। 

খুশি মুখোপাধ্যায় বলিউড ও মডেল দুনিয়ায় এক পরিচিত নাম। ২০১৩ সালে তিনি ডেবিউ করেন তামিল ছবি অঞ্জল থুরাইতে। একাধিক তেলুগু ও হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। খোলামেলা পোশাক ও বিতর্কিত মন্তব্যের জন্য মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 

খুশি এই মন্তব্য এমন সময় করেছেন যখন ফর্ম নেই সূর্যকুমারের। তাঁর ব্যাটিং দক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ তো স্কাইকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।    

 

Read more!
Advertisement
Advertisement