Advertisement

Neha Dhupia: 'স্তন্যপানের ভিডিও দিন', সপাটে জবাব নেহা ধুপিয়ার

এমনিতে সোশাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন নেহা। তবে অন্য কারও বিষয়ে সে ভাবে তাঁকে নাক গলাতে দেখা যায় না সাধারণত। তবে যে ভাবে ওই মহিলাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তাতে বেজায় চটেছেন অভিনেত্রী। নিজের ব্রেস্ট ফিডিংয়ের ছবি তো দিয়েছেনই। তার সঙ্গে কমেন্টের স্ক্রিনশট নিয়ে তার নীচে লম্বা-চওড়া পোস্ট লিখেছেন নেহা।

মেয়ে মেহেরের সঙ্গে নেহা ধুপিয়া
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 27 Apr 2021,
  • अपडेटेड 9:56 AM IST
  • এক মহিলাকে খুব কুরুচিকর ভাবে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলে এক ব্যক্তি।
  • তারই জবাবে নিজের মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে সপাটে জবাব দিয়েছেন।

মনের কথা চিনি মনে রাখেন না কখনও। সরাসরি মুখের উপর বলে দেন যা বলার। বলিউডের গুটিকতক অভিনেত্রীর মধ্যে তিনি একজন যিনি এতটা সোজাসাপ্টা জবাব দিতে পছন্দ করেন। নেহাই প্রথম বলেছিলেন, 'বলিউডে শুধু দুটি জিনিসই বিক্রি হয়, শাহরুখ খান এবং সেক্স।' সম্প্রতি আবারও তার একটি নমুনা দেখা গেল সোশাল মিডিয়ায়। এক মহিলাকে খুব কুরুচিকর ভাবে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলে এক ব্যক্তি। তারই জবাবে নিজের মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে সপাটে জবাব দিয়েছেন।

সপ্তাহ খানেক আগে অভিনেত্রী সায়ন্তনী ঘোষ-ও তাঁর অতীত অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে স্তন নিয়ে তাঁকেও কটুকথা শুনতে হয়েছে। শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও এ ধরনের মন্তব্য করেন। একবার সোশাল মিডিয়ায় লাইভ করার সময় তাঁকে ও এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, তাঁর ব্রা-র সাইজ কত? তার জবাবেও লম্বা-চওড়া পোস্ট করেছিলেন সায়ন্তনী

এমনিতে সোশাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন নেহা। তবে অন্য কারও বিষয়ে সে ভাবে তাঁকে নাক গলাতে দেখা যায় না সাধারণত। তবে যে ভাবে ওই মহিলাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তাতে বেজায় চটেছেন অভিনেত্রী। নিজের ব্রেস্ট ফিডিংয়ের ছবি তো দিয়েছেনই। তার সঙ্গে কমেন্টের স্ক্রিনশট নিয়ে তার নীচে লম্বা-চওড়া পোস্ট লিখেছেন নেহা। তিনি লেখেন, '#repost from @freedomtofeed ... The journey of a new mum is something only she can understand. While we all hear the happy side, it is also a huge responsibility and emotionally draining. It's hard enough to be a mum and do all that there is to do. The last thing we need is to be questioned, mocked and worst of all trolled. I went through the same beats and I know how hard it is . Thank you @crazylilmum for sharing this and calling this individual out. 👉 ( krrishtherocker1987 ) A mother has her choice of how and where she chooses to feed or breastfeed her child. However, time and time again we see people looking at breastfeeding mothers in a sexual manner. Ever since I became a mom @freedomtofeed We work towards normalising the act of breastfeeding in our communities and are extremely sensitive towards new mothers and parents and as we think everyone should be. This insensitive comment is an example of why it makes awkward for moms in our country. They must be called out. ... let’s normalise breast feeding, not sexualise it. #stayhomestaysafe #freedomtofeed #maskon'

Advertisement

 

অবশ্য যে মহিলার কাছে krrishtherocker1987 নামে এক ইনস্টাগ্রাম ইউজার স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলেন, তাঁকে সেই মহিলাও যথোপযুক্ত জবাব দিয়েছেন। crazylilmum নামে ওই ইউজার জবাবে লিখছেন, 'আমি তোমার পেজে তোমার মা, ঠাকুরমায়ের ছবি দেখতে পাচ্ছি। তাঁকে গিয়ে বলো, সে তোমায় দেখিয়ে দেবে কী ভাবে স্তন্যপান করাতে হয়।'

নেহা জানিয়েছেন, দেশে বহু মানুষ আছে যআঁরা স্তন্যপান করানো মহিলাদের অত্যন্ত ভালগার ভাবে সেক্সুয়াল তকমা দিয়ে দেখেন। স্তন্যপান করানো শিশুর প্রয়োজনীয়তা। একজন মা তাঁর অভুক্ত সন্তানকে  কোথায় কী ভাবে খাওয়াবে সেটা তিনি ভালোই জানেন। মানুষের মনোভাব পাল্টানো উচিত। এটার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই। এটা আর পাঁচটা বিষয়ের মতো স্বাভাবিক নজরে দেখা হোক।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement