তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কোন তারকার জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। টলি কিংবা বলি, তারকাদের ব্যক্তিগত জীবনের দিকে অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়ক বা নায়িকার সম্পত্তি কত।
বলিউড তারকা শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং জুহি চাওলা বিনোদন জগতের শিল্পীদের সবচেয়ে ধনী সেলেবদের মধ্যে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন বিনিয়োগ, প্রযোজনা সংস্থা, বিজ্ঞাপন সহ আরও অন্যান্য ভেঞ্চারের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। যদিও এই তালিকায় শীরশে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ।
২০২৪ সালের হারুন ইন্ডিয়া রিচেস্ট লিস্টে-এ প্রকাশ করেছে যে, শাহরুখ খান সবচেয়ে ধনী অভিনেতা। তাঁর মোট সম্পদ প্রায় ৭,৩০০ কোটি টাকা রয়েছে। তালিকায় এরপরে রয়েছেন জুহি চাওলা ও তাঁর পরিবার। বিনোদন এবং খেলার জগতে বিভিন্ন ভেঞ্চারে মাধ্যমে তাঁদের মোট সম্পত্তি প্রায় ৪,৬০০ কোটি টাকা।
শাহরুখ খানের সম্পদ ক্রমাগত বাড়ছে। ছবি, প্রযোজনা সংস্থা, কলকাতা নাইট রাইডার্স এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। এসআরকে-র প্রযোজনা সংস্থা- রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি- ছবি সুপারহিট হয়েছে। যার মধ্যে অন্যতম, কিং খান অভিনীত 'পাঠান' ও 'জওয়ান। শাহরুখ খানের প্রভাব চলচ্চিত্র জগতের বাইরেও বিস্তৃত। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাঁর চাহিদা বিপুল। এছাড়াও আরও বহু ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত। তাঁর ব্যাপক জনপ্রিয়তার জন্যে ভারতীয় বাজারে 'ব্র্যান্ড শাহরুখ' চাহিদা বিপুল।
২০২৪ সালের হারুন ইন্ডিয়া রিচেস্ট লিস্টে, বলিউড তারকাদের উল্লেখযোগ্য স্থাবর- অস্থাবর সম্পদের কথা বলা হয়েছে। বি-টাউন সেলেবদের ধনকুবেরের ভান্ডারের কথা শুনলে, অনেকেরই চক্ষু চড়কগাছ হবে। ২০০০ কোটি টাকা সম্পদ নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন। ছবিতে অভিনয় ছাড়াও, অভিনেতা ফিটনেস ব্র্যান্ডেরও মালিক।
সম্পত্তির নিরিখে অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারও খুব পিছিয়ে নেই। তাঁদের মট সম্পদ প্রায় ১,৬০০ কোটি টাকা। এছাড়া প্রযোজক- পরিচালক করণ জোহরের মোট সম্পদ প্রায় ১,৪০০ কোটি টাকা।