বলিউড সুপারস্টার সলমন খান দীর্ঘদিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দলবল থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন। গত বছর মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে, যা তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন সলমনের বাড়ির ব্যালকনিতে বসানো হয়েছে বুলেটপ্রুফ গ্লাস, এবং তাঁর নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে অনেক বেশি কড়া করা হয়েছে।
হুমকিতে তিনি ভীত নন সলমন খান
সম্প্রতি মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে এই হুমকির প্রসঙ্গে মুখ খুললেন সলমন খান। তিনি বলেন, 'ভগবান, আল্লাহ সব দেখছেন। যতদিন বাঁচার কথা লেখা আছে, ততদিনই বাঁচব। এর বেশি কিছু নয়।' অর্থাৎ, এই হুমকিতে তিনি ভীত নন, বরং নিজের ভাগ্যে যা লেখা আছে, সেটাই মেনে নিচ্ছেন। তবে অতিরিক্ত নিরাপত্তা তার দৈনন্দিন জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সলমন। তিনি বলেন, 'সব সময় এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, সেটাই সমস্যা।' এর ফলে তার ব্যক্তিগত জীবনও অনেক বদলে গেছে।
প্রাণনাশের হুমকিতে সলমনের জীবনযাপন
সলমন খান জানান, বর্তমানে তিনি শুধুমাত্র নিজের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে শুটিং সেট এবং সেখান থেকে আবার বাড়ি—এই রুটিনেই সীমাবদ্ধ রয়েছেন। তিনি বলেন, 'যখন আমি সাংবাদিকদের সঙ্গে থাকি, তখন চিন্তার কিছু নেই। কিন্তু যখন সাংবাদিকরা থাকেন না, তখনই সমস্যা হয়। এখন আমার জীবন শুধুই গ্যালাক্সি থেকে শুটিং, আর শুটিং থেকে গ্যালাক্সি পর্যন্ত।'
বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণ কী?
বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে মনে করে। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সালমান খান অভিযুক্ত হন। সেই থেকেই লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং তাকে হুমকি দিয়ে আসছে।
‘সিকান্দার’ মুক্তির অপেক্ষায় সলমন
এদিকে সালমান খান তার আসন্ন ছবি ‘সিকান্দার’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এ আর মুরুগাদোস। পরিচালক জানান, শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার কারণে তাকে একসঙ্গে ১০,০০০ থেকে ২০,০০০ মানুষের ভিড় সামলাতে হয়েছে। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করছেন কাজল আগরওয়াল ও রাশ্মিকা মন্দানা। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দার’।
বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে দিন কাটালেও সলমান খান নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান, এবং ভক্তদের সামনে নতুন ছবি নিয়ে হাজির হওয়ার জন্য প্রস্তুত।