Advertisement

Akshay Kumar: পরপর ছবি ফ্লপ, কানাডায় শিফ্ট করতে চেয়েছিলেন অক্ষয়

Akshay Kumar On Canada Citizenship: রক্ষা বন্ধন (Raksha Bandhan) উপলক্ষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি রক্ষা বন্ধন। আনন্দ এল রাই পরিচালিত ছবিটি দর্শকদের মিশ্র সাড়া পাচ্ছে। অক্ষয়ের ছবিটি বক্স অফিসে ভালো আয় করবে বলে আশা করা হলেও তা হয়নি। একই সঙ্গে ছবিটি মুক্তির পর কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয় কুমার।

অক্ষয় কুমার
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 12:45 PM IST

Akshay Kumar On Canada Citizenship: রক্ষা বন্ধন (Raksha Bandhan) উপলক্ষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি রক্ষা বন্ধন। আনন্দ এল রাই পরিচালিত ছবিটি দর্শকদের মিশ্র সাড়া পাচ্ছে। অক্ষয়ের ছবিটি বক্স অফিসে ভালো আয় করবে বলে আশা করা হলেও তা হয়নি। একই সঙ্গে ছবিটি মুক্তির পর কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয় কুমার।


অক্ষয় কি কানাডা যাবেন?

অক্ষয় কুমার বলিউডের বড় তারকাদের একজন, কিন্তু এখনও তার ভারতীয় নাগরিকত্ব নেই। এই কারণে, তিনি প্রায়শই 'কানাডা কুমার' বলে ট্রোলড হন। কফি উইথ করণ 7-এ (Koffee With Karan 7) কানাডার নাগরিকত্ব নিয়েও কথা বলেছেন অক্ষয়। এবার তিনি লল্লন টপকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

অক্ষয় বলেন, 'অনেক বছর আগেও আমার ছবি ভালো চলছিল না। ১৪-১৫টা ছবি একের পর এক ফ্লপ হয় বা সাধারণ ব্যবসা করেছিল। তাই আমার মনে হয়েছিল আমাকে অন্য কোথাও কাজ করতে হবে। আমার এক বন্ধু কানাডায় থাকেন, তিনি আমাকে সেখানে শিফ্ট করার পরামর্শ দেন। অনেক লোক সেখানে কাজের জন্য স্থানান্তরিত হয়েছিল এবং তারা ভারতীয় ছিল। ভাবলাম ভাগ্য সহায় না হলে। আমি কিছু করতে হবে। আমি সেখানে গিয়েছিলাম, নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম এবং পেয়েছিলাম।

আরও কথা বলতে গিয়ে তিনি জানান, এই ঘটনার কিছু দিন পর মেজাজ পাল্টে বলিউডে সাফল্যের উচ্চতা ছুঁতে শুরু করেন তিনি। অক্ষয় বলেন, 'আমার পাসপোর্ট আছে। পাসপোর্ট কি? এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য প্রয়োজন হয়। আমি একজন ভারতীয়। আমি সব ট্যাক্স পরিশোধ করি। কানাডাতেও আমার ট্যাক্স দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমি এটা আমার দেশের জন্য করি। অক্ষয় আরও বলেন, 'অনেকেই অনেক কথা বলেন। কিন্তু আমি ভারতীয় ছিলাম এবং থাকব।'

Advertisement

অক্ষয় বলেছেন যে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং শীঘ্রই তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন। কিন্তু কষ্ট লাগে তাঁকে বারবার ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement