Advertisement

Aamir- Salman- Shahrukh: 'শাহরুখ - সলমনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা- রেষারেষি ছিল', তিন খানের মধ্যে দূরত্ব নিয়ে সোজাসাপ্টা আমির

Bollywood Gossips: অভিনেতা স্বীকার করেন যে, একটা সময় তাঁদের তিনজনের সম্পর্কে তিক্ততা ছিল। যদিও পরে ভাল বন্ধুত্ব তৈরি হয়। তিনি জানান, শুরুর দিকে তাঁরা একে অপরকে পছন্দ করতেন না, তিন খানের মধ্যে বেশ বা রেষারেষি দূরত্ব ছিল।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 11:51 AM IST

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান অকপটে নিজের কথা বলে ফেলেন। সম্প্রতি, তিনি শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা স্বীকার করেন যে, একটা সময় তাঁদের তিনজনের সম্পর্কে তিক্ততা ছিল। যদিও পরে ভাল বন্ধুত্ব তৈরি হয়। তিনি জানান, শুরুর দিকে তাঁরা একে অপরকে পছন্দ করতেন না, তিন খানের মধ্যে বেশ বা রেষারেষি দূরত্ব ছিল। এমনকী, আমির জানান, সলমন - শাহরুখের সঙ্গে তাঁর ঝগড়াও হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তিনজনের মধ্যে দূরত্ব মিটেছে। 

তিন খানের মধ্যে শত্রুতা ছিল

সংবাদমাধ্যমের কাছে আমির বলেন, "হ্যাঁ, আমাদের মধ্যে দূরত্ব ছিল। আমরা প্রত্যেকেই অপর জনের থেকে দু'ধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম। এটাকেই তো প্রতিদ্বন্দ্বিতা বলে? সেটাই ছিল আমাদের মধ্যে।" যদিও এটি বন্ধুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতা বলে মনে করেন আমির। আমির ব্যাখ্যা করেন যে, কীভাবে তাঁদের মধ্যে সমস্যা হয়েছিল। অভিনেতা বলেন, "আমার মনে হয় সমস্যার অনেকটাই সংবাদ শিরোনামে এসেছিল। বিষয়টা এমন নয় যে, আমি এখানে নতুন কিছু বলছি। মতভেদ হয়েছে। কিন্তু এই জিনিসগুলো বন্ধুদের মধ্যেই হয়, তাই না? সম্পর্ক যাই হোক না কেন, বন্ধুত্বের পাশাপাশি মতবিরোধ থাকবেই।"

আরও পড়ুন

জানা যাচ্ছে, তিন সুপারস্টারই সেই খারাপ সময় থেকে বেরিয়ে এসেছেন। আমির বলেন, এখন তিনজনের মধ্যে খুব ভাল সম্পর্ক। তাঁর কথায়, "আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রিতে রয়েছি ৩৫ বছর হয়ে গেছে। আমরা একই বছর, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছি এবং আমরা প্রায় একই সময়ে আত্মপ্রকাশ করেছি। এখন আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি মনে করি না শাহরুখ, সলমন বা আমি এটাকে আর সেভাবে দেখি। ৩৫ বছর ধরে একসঙ্গে থাকার পর, আমাদের মধ্যে উষ্ণতা এবং বন্ধুত্বের অনুভূতি রয়েছে, যা এখন আগের চেয়ে পরিষ্কার। এখন আমরা একে অপরের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি।"

একসঙ্গে কাজ করতে পারেন

Advertisement

আমির জানান, অনন্ত আম্বানির অনুরোধে শেষ মুহূর্তে তিন খানেরই কীভাবে মঞ্চে ওঠা সম্ভব হয়েছিল। আমির বলেন, "সলমন এবং শাহরুখ সেখানে তাঁদের প্রবেশের জন্য কিছু পরিকল্পনা করেছিলেন। তখন মুকেশ আম্বানি আমায় ডেকে বলেন, 'ওরা কিছু করছে, তুমিও যোগ দিলে ভাল হবে।' এটি একটি শেষ মুহূর্তের অনুরোধ ছিল, যাতে বলা হয়েছিল যে আমরা তিনজন একসঙ্গে মঞ্চে থাকলে সবাই খুশি হবে। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম।" 

অভিনেতা যোগ করেন, "আমরা প্রায় আধ ঘণ্টা একসঙ্গে বসেছিলাম এবং যে স্কিটটা প্রস্তুত করছিলাম। কিন্তু প্রস্তুতির সময় আমরা যে স্বাচ্ছন্দ্যে একে অপরকে হ্যাঁ এবং না বলেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে আমরা এখন একটা ভাল জায়গায় আছি। আমরা আমাদের চিন্তা প্রকাশ্যে শেয়ার করতে পেরেছি। রিহার্সাল শেষ হওয়ার পড়ে আমি ওঁদের বললাম, 'এখন আমরা তিনজন মিলে একটা ছবি করতে পারি। ওঁরাও রাজি। এতদিন একসঙ্গে থাকার পর আমার মনে হয় দর্শকরাও আমাদের একসঙ্গে ছবিতে দেখতে পছন্দ করবেন।" 

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমে সিলমোহর দেন আমির খান। দীর্ঘদিনের বান্ধবী- গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি আলাপ করান বলিউড বাদশাহ ও ভাইজানের সঙ্গে। আমির, তাঁর জন্মদিনের পার্টিতে সলমন ও শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন।  বি-টাউনে গুঞ্জন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই বিয়ে করবেন গৌরী- আমির।  

 

Read more!
Advertisement
Advertisement