Advertisement

Achyut Potdar Death: প্রয়াত অভিনেতা অচ্যুত পোতদার, মেশিনের সংজ্ঞা জিগ্গেস করা '3 Idiots'-এর সেই প্রফেসর

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন বল জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয়ে আসার আগে অচ্যুত কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনীতে।

প্রয়াত অভিনেতা অচ্যুত পোতদারপ্রয়াত অভিনেতা অচ্যুত পোতদার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 10:37 AM IST
  • অভিনয় ছিল তাঁর প্যাশন
  • মোট ১২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন
  • বর্ষীয়ান অভিনেতাকে শ্রদ্ধা জ্ঞাপন

বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত। বয়স হয়েছিল ৯১ বছর। আজ অর্থাত্‍ মঙ্গলবার থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। অচ্যুত পোতদারকে একাধিক ছবিতে অভিনয়ের জন্য মানুষ চিরকাল মনে রাখবেন। বিশেষ করে '3 Idiots' সিনেমার সেই অধ্যাপক, যাঁকে আমির খান ওরফে ছবিতে র‍্যাঞ্চো মেশিনের সংজ্ঞা বুঝিয়েছিলেন। তা শুনে তাজ্জব হয়ে অধ্যাপক জিগ্গেস করেছিলেন, 'আরে কেহেনা ক্যায়া চাহাতে হো?'। পর্দার সেই অধ্যাপকই হলেন অচ্যুত পোতদার।

 অভিনয় ছিল তাঁর প্যাশন

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন বল জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয়ে আসার আগে অচ্যুত কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনীতে। পরবর্তীকালে চাকরি করেছেন ইন্ডিয়ান অয়েলে। অভিনয় ছিল তাঁর প্যাশন। ১৯৮০-র দশকে টিভি-তে একাধিক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন অচ্যুত। তারপর দীর্ঘ ৪ দশক ধরে অভিনয়ে চুটিয়ে কাজ করেছেন।

মোট ১২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন

হিন্দি, মারাঠি মিলিয়ে মোট ১২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন অচ্যুত। তাঁর জীবনের পরিচিত মুভিগুলি যেমন, '3 Idiots', 'আক্রোশ', 'অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়',  অর্ধ সত্য, তেজাব, পারিন্দা, রাজু বন গ্যায়া জেন্টলম্যান, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা লাগে রহো মুন্নাভাই, দাবাং ২ ও ভেন্টিলেটর। 

রাজকুমার হিরানির ব্লকবাস্টার ছবি থ্রি ইডিয়টস-এ কড়া অথচ মায়াবি ইঞ্জিনিয়ারিং প্রফেসরের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। তাঁর সেই বিখ্যাত সংলাপ 'ক্যায়া বাত হ্যায়!' আজও পপ কালচারের এক অনন্য অংশ, যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিম পর্যন্ত সর্বত্র ব্যবহার করা হয়।

বর্ষীয়ান অভিনেতাকে শ্রদ্ধা জ্ঞাপন

ছবির পাশাপাশি ছোটপর্দাতেও ছাপ ফেলেছিলেন আচ্যুত পোতদার। তিনি অভিনয় করেছেন ওয়াগলে কি দুনিয়া, মাঝা হোশিল না, মিসেস তেন্ডুলকর এবং ভারত কি খোঁজ–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। মঞ্চ, টেলিভিশন ও সিনেমার মধ্যে সাবলীল যাতায়াত তাঁর বহুমুখী প্রতিভাকেই সামনে এনেছিল, আর এর মাধ্যমেই তিনি পেয়েছিলেন ইন্ডাস্ট্রির সর্বত্র সম্মান। ভারতীয় সিনেমায় আচ্যুত পোতদারের অবদান অপরিসীম। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement