Advertisement

Asrani Passes Away : প্রয়াত বিখ্যাত অভিনেতা আসরানি, বয়স হয়েছিল ৮৪

কালীপুজোর রাতে খারাপ খবর। চলে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার ভাইপো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার দুপুর সাড়ে তিনটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Asrani Asrani
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 9:05 PM IST
  • কালীপুজোয় খারাপ খবর
  • প্রয়াত বিখ্যাত অভিনেতা আসরানি

কালীপুজোর রাতে খারাপ খবর। চলে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার ভাইপো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার দুপুর সাড়ে তিনটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। 

১৯৪১ সালে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন গোবর্ধন। সেখানেই লেখাপড়া। তবে সিনেমা জগতে আসরানি হিসেবেই পরিচিত ছিলেন। মূলত কমেডি চরিত্রে অভিনয় করলেও নায়ক, খলনায়ক, চরিত্রাভিনেতার পাঠও করেছেন। সবক্ষেত্রে দক্ষতার ছাপ রেখেছেন। 

প্রায় সাড়ে তিনশো ছবিতে কাজ করা এই অভিনেতাকে দেশবাসী আজও মনে রাখে শোলে সিনেমায় তাঁর অভিনয়ের জন্য। অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে একাই করেছেন ২৫টিরও বেশি সিনেমা। সেটাও একটা রেকর্ড। সাতের দশকে 'মেরে আপনে' ছবিতে ডেবিউ করেন আসরানি। সেই থেকে ২০১৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন। ১৯৭২ থেকে ৯৪ সালের মধ্যে যে সব ছবিতে কাজ করেছিলেন তার মধ্য়ে অনেকগুলোতে নায়কের চরিত্রেও বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। হিন্দির পাশাপাশি গুজরাতি ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন তিনি। নিজেও ৬টি ছবির পরিচালকের দায়িত্ব সামলেছেন।

তবে আসরানি চাননি তাঁর মৃত্যু নিয়ে কোলাহল হোক, মানুষ জমায়েত করুক। তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে সান্তাক্রুজে শেষকৃত্য সম্পন্ন হয়। আসরানির ব্যক্তিগত সহায়ক জানান, 'চারদিন আগেই অভিনেতাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ফুসফুসে জল জমেছিল। বিকেল সাড়ে তিনটের সময় তিনি মারা যান। আসরানি চেয়েছিলেন তাঁর মৃত্যুকে যেন কোনও অনুষ্ঠানে পরিণত করা না হয়। সেজন্য শেষকৃত্য হওয়ার পরই মৃত্যুর খবর সামনে আনা হয়েছে।'   

Read more!
Advertisement
Advertisement