Advertisement

Dharmendra : মৃত্যুর গুজবের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই হবে চিকিৎসা

গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়েক ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ধর্মেন্দ্রকে। তারপর থেকে তাঁর শাররীক অবস্থার অবনতি হতে শুরু করে বলে খবর পাওয়া যায়। এদিকে আজ ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, অভিনেতা এখন সুস্থ।

DharmendraDharmendra
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 2:27 PM IST
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র
  • বাড়িতেই হবে চিকিৎসা

মৃত্যুর গুজব ছড়িয়েছিল অভিনেতা ধর্মেন্দ্রর। তার ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। আপাতত সুস্থ রযেছেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলবে। জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। 

গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়েক ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ধর্মেন্দ্রকে। তারপর থেকে তাঁর শাররীক অবস্থার অবনতি হতে শুরু করে বলে খবর পাওয়া যায়। এদিকে আজ ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, অভিনেতা এখন সুস্থ। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জনসাধারণকে অনুরোধ, তাঁরা যেন কোনও গুজবে না কান দেন। 

ধর্মেন্দ্রর চিকিৎসক প্রতীত সামদানি জানান, ধর্মেন্দ্রকে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মতো বাড়িতেই তাঁর চিকিৎসা হবে। 

অভিনেতার পরিবারের তরফেও একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, 'আজ সকালে ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। তিনি বাড়িতেই থাকবেন। সেখানেই চিকিৎসা হবে। গণমাধ্যম ও জনগণকে অনুরোধ করছি, তাঁরা যেন কোনও গুজবে কান না দেন। আমাদের পরিবারের গোপনীয়তাকেও যেন সম্মান করা হয়। আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা দেখানোকে আমরা সম্মান করি। কিন্তু গোপনীয়তাকে মর্যাদা দিন।' 

মঙ্গলবার ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়ানোর পর তা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করা হয় দেওল পরিাবারের তরফে। অভিনেতার মেয়ে এষা দেওল সাফ জানান, তাঁরা বিরক্ত। বিবৃতিতে বলেন, 'মিডিয়া অতিরিক্ত উৎসাহী হয়ে বাবাকে নিয়ে মিথ্যা খবর প্রচার করছে। আমার বাবা ভালো আছে ও সুস্থ আছে। বাবার দ্রুত আরোগ্য কামনার জন্য ধন্যবাদ। তবে আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমরা এটাই চাই।' 

ক্ষোভ প্রকাশ করেন হেমা মালিনীও। তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, 'যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো কীভাবে এমনটা করতে পারে? একজন ব্যক্তি যখন সুস্থ হচ্ছেন তখন তাঁকে নিয়ে এসব প্রচারের অর্থ কী? খুব অসম্মানজনক ব্য়াপার।'   

Read more!
Advertisement
Advertisement