Advertisement

Saif Ali Khan Health Update: শিরদাঁড়ার ২ মিমি দূরে ছুরির কোপ, সইফকে 'খুব ভাগ্যবান' বললেন ডাক্তাররা

Saif Ali Khan Health Bulletin: ১৬ জানুয়ারি ভোররাতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সইফ আলি খান। তাঁর বাড়িতে চুরি করতে ঢোকা এক যুবক সইফকে ছুরি দিয়ে এলাপোথাড়ি আঘাতা করেন। অপারেশনের পর সইফের অবস্থার উন্নতি হয়েছে।

শিরদাঁড়ার ২ মিমি দূরে ছুরির কোপ, সইফকে 'খুব ভাগ্যবান' বললেন ডাক্তাররাশিরদাঁড়ার ২ মিমি দূরে ছুরির কোপ, সইফকে 'খুব ভাগ্যবান' বললেন ডাক্তাররা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 1:27 PM IST
  • আরও কোনও বিপদ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা
  • কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে

Saif Ali Khan Health Bulletin: ১৬ জানুয়ারি ভোররাতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সইফ আলি খান। তাঁর বাড়িতে চুরি করতে ঢোকা এক যুবক সইফকে ছুরি দিয়ে এলাপোথাড়ি আঘাতা করেন। অপারেশনের পর সইফের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর আরও কোনও বিপদ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। সইফ আলি খানের মেডিকেল বুলেটিন প্রকাশ করেছেন লীলাবতীর চিকিৎসকরা। সাংবাদিক বৈঠকে লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান যে আগামী দু-তিনদিনের মধ্যে সইফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

কেমন আছেন সইফ?

চিকিৎসকরা বলেন, 'সইফের সারা শরীরে রক্তে ভেজা ​​ছিল, কিন্তু তিনি বাঘের মতো হাঁটছিলেন। ৮ বছরের ছেলে তৈমুরকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। তিনি সিনেমায় নায়কের অভিনয় করেছেন। তিনি বাস্তব জীবনেও নায়ক। তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা চাই তিনি বিশ্রামে থাকুন। তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি হাঁটাহাঁটি করেছেন। তাঁর ক্ষত সারছে। তাঁকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তাঁর পিঠের আঘাতের যত্ন নেওয়া দরকার, অন্যথায় সংক্রমণ হতে পারে। লোকজনের সঙ্গে দেখা কম করতে হবে। ঈশ্বরের কৃপায় তিনি ভাল আছেন। পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা তাঁকে ২-৩ দিনের মধ্যে ছেড়ে দেব।'

আরও পড়ুন

অল্পের জন্য রক্ষা

সইফের অপারেশন করা নিউরো সার্জন ডাঃ নিতিন ডাঙ্গে অভিনেতাকে খুব ভাগ্যবান বলেছেন। কারণ ওই চিকিৎসক জানিয়েছেন যে সইফের শিরদাঁড়ার অনেক কাছ দিয়ে ছুরির আঘাত গিয়েছে। শিরদাঁড়া থেকে মাত্র ২ মিমি আঘাত লেগেছে। ছুরি যদি তাঁর মেরুদণ্ডে আঘাত করত, তাহলে আঘাতটি খুব গভীর হতে পারত। তাঁর জীবন বিপন্ন হতে পারত।

সইফের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ। হামলার পর এক সন্দেহভাজনকে বান্দ্রা স্টেশনে দেখা গিয়েছে বলে দাবি। শুক্রবার এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার তদন্তে পুলিশ ৩৫টি টিম গঠন করেছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement