Advertisement

বলিউডে টাইটেল চুরি! করণের বিরুদ্ধে অভিযোগ মধুর ভান্ডারকরের

এবার টাইটেল চুরির অভিযোগ উঠলো বলিউডে।পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) অভিযোগ আনলেন পরিচালক করণ জোহার (Karan Johar) ও প্রযোজক অপূর্ব মেহতার (Apoorva Mehta) বিরুদ্ধে। শুক্রবার ইন্ডিয়ান মোশন পিকচারস প্রডিউসারস অ্যাসোসিয়েশনস (আইএমপিপিএ/ IMPPA)- তে করণ জোহারের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের (Dharma Productions) বিরুদ্ধে এই অভিযোগটি এনেছেন মধুর। 

করণের বিরুদ্ধে টাইটেল চুরির অভিযোগ মধুর ভান্ডারকরের
Aajtak Bangla
  • মুম্বই,
  • 21 Nov 2020,
  • अपडेटेड 5:35 PM IST
  • এবার বলিউডে উঠলো টাইটেল চুরির অভিযোগ।
  • করণের জোহাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন মধুর ভান্ডারকর।
  • ট্যুইট করে প্রতিবাদ মধুর ভান্ডারকরের।

এবার টাইটেল চুরির অভিযোগ উঠলো বলিউডে।পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) অভিযোগ আনলেন পরিচালক করণ জোহার (Karan Johar) ও প্রযোজক অপূর্ব মেহতার (Apoorva Mehta) বিরুদ্ধে। শুক্রবার ইন্ডিয়ান মোশন পিকচারস প্রডিউসারস অ্যাসোসিয়েশনস (আইএমপিপিএ/ IMPPA)- তে করণ জোহারের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের (Dharma Productions) বিরুদ্ধে এই অভিযোগটি এনেছেন মধুর। 

'ফ্যাশন' ও 'পেজ থ্রি'-র মতো ছবির পরিচালক মধুর ভান্ডারকর দাবি করেছেন, করণ ও অপূর্ব তাঁদের একটি সিরিজের নাম রেখেছেন 'বলিউড ওয়াইভস' (Bolly Wives)। প্রোজেক্ট শুরুর আগে এ বিষয়ে তাঁর সঙ্গে যখন তাঁরা কথা বলেছিলেন তখন মধুর তাঁদের না করেছিলেন। তিনি ট্যুইট করে লিখেছেন, " প্রিয় করণ জোহর ও অপূর্ব মেহেতা, আপনারা যখন আমায় 'বলিউড ওয়াইভস' নামক ওয়েব সিরিজটির কথা জিজ্ঞেস করেছিলেন আমি তখন না করে দিয়েছিলাম এই টাইটেল ব্যবহার করতে, কারণ আমার একটি প্রজেক্ট তখন চলছিল। এটা সত্যিই অনৈতিক কাজ 'দ্য ফেবুউলাস লাইফ অফ বলিউড ওয়াইবস' (The Fabulous Lives Of Bollywood Wives)-র  প্রতি। দয়া করে আমার প্রোজেক্টের ক্ষতি করবেন না। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওয়েব সিরিজটির টাইটেল পরিবর্তন করার জন্যে'।

আগামী ২৭ নভেম্বর OTT প্ল্যাটফর্ম মুক্তি পাবে 'দ্য ফেবুউলাস লাইফ অফ বলিউড ওয়াইবস'। যেটি সীমা খান, ভাবনা পাণ্ডে,নিলাম কোঠারি সোনি-র মতো তারকাদের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এছাড়াও অতিথি ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান গৌরি খান অনন্যা পান্ডেকে। সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি।


মধুর ভান্ডারকর ট্যুইট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়েছে সেটি। স্বজনপোষণ, ড্রাগ ইস্যু ইত্যাদি নিয়ে বলিউড এখন উত্তাল। তার মধ্যে শীর্ষস্থানীয় দুই পরিচালকের ছবির টাইটেল নিয়ে যুদ্ধ আরো চর্চা বাড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি নিয়ে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement