Advertisement

Gadar 2 First Look: ফের জুটিতে সানি- আমিশা, স্বাধীনতা দিবসে আসছে 'গদর ২'

Gadar 2 - Sunny Deol: ছবিটির শ্যুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। সাধারণতন্ত্র দিবসের দিন প্রকাশ্যে এল 'গদর ২' ছবির ফার্স্ট লুক।

'গদর ২' ছবিতে সানি দেওলের লুক 'গদর ২' ছবিতে সানি দেওলের লুক
Aajtak Bangla
  • মুম্বই,
  • 26 Jan 2023,
  • अपडेटेड 3:17 PM IST

'গদর: এক প্রেম কথা' (Gadar: Ek Prem Katha)-র সাফল্যের প্রায় দু' দশক পরে, 'গদর ২' (Gadar 2) নিয়ে আসছেন সানি দেওল (Sunny Deol)। ছবিটির শ্যুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। সাধারণতন্ত্র দিবসের দিন প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। যা দেখে দারুণ খুশি এবং উৎসাহিত সানি অনুগামীরা।  

প্রকাশ্যে আসা 'গদর ২'-র পোস্টারে একটি বড় হাতুড়ি হাতে দেখা যাচ্ছে  সানি দেওলকে। তাঁর চোখে- মুখে ক্রোধ, ঠিক যেমন দেখা গিয়েছিল 'গদর:এক প্রেম কথা'-তে। পোস্টারে লেখা 'হিন্দুস্তান জিন্দাবাদ'। প্রজাতন্ত্র দিবসে প্রথম লুক শেয়ার করে সানি দেওল লিখেছেন, "হিন্দুস্তান জিন্দাবাদ হ্যায়... জিন্দাবাদ থা... অউর জিন্দাবাদ রাহেগা...।" ইতিমধ্যে প্রতিক্রিয়া জানানো শুরু করেছেন ফ্যানেরা। 

 

আরও পড়ুন

 

'গদর ২' মুক্তি পাবে চলতি বছরের স্বাধীনতা দিবসের আগে অর্থাৎ ১১ অগাস্ট। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা। মুখ্য চরিত্রে রয়েছেন সানি দেওল ও আমিশা প্যাটেল (Amisha Patel)। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। 

'গদর:এক প্রেম কথা' মুক্তি পায় ২০০১ সালে। এই ছবিটি বক্স অফিসে খুব ভাল আয় করেছিল। এমনকী ছবির গানগুলি আজও জনপ্রিয়। আবারও জুটিতে পর্দায় ফিরছেন সানি- আমিশা। এখন দেখার, 'গদর'-র দ্বিতীয় ভাগ দর্শকদের মন কতটা জয় করতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement