Advertisement

Kunickaa Sadanand: কুণিকার সঙ্গে কুমার শানুর 'পরকীয়া' ছিল? অভিনেত্রীর 'পোল খোলা'র হুঁশিয়ারি শানুর ছেলের

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী কুণিকা সদানন্দ সম্প্রতি আবার আলোচনায়। বর্তমানে তিনি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৯-এ প্রতিযোগী হিসেবে রয়েছেন। তবে এবার খবরে এসেছেন এক বিতর্কিত মন্তব্যের কারণে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 2:54 PM IST
  • নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী কুণিকা সদানন্দ সম্প্রতি আবার আলোচনায়।
  • বর্তমানে তিনি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৯-এ প্রতিযোগী হিসেবে রয়েছেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী কুণিকা সদানন্দ সম্প্রতি আবার আলোচনায়। বর্তমানে তিনি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৯-এ প্রতিযোগী হিসেবে রয়েছেন। তবে এবার খবরে এসেছেন এক বিতর্কিত মন্তব্যের কারণে।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে কুণিকা বিনোদন জগতের অন্দরমহল নিয়ে খোলাখুলি মন্তব্য করেন। তিনি বলেন, 'আমাদের চলচ্চিত্র জগতে ধর্ষণ ঘটে না, মেয়েরাও অনেক সময় ইঙ্গিত দেয়। আমি কখনও শুনিনি যে এই ধরণের মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে।' অভিনেত্রীর মতে, অনেক সময়ে অভিনেত্রীরা কাজ পাওয়ার জন্য অস্বস্তিকরভাবে নিজেদের ইচ্ছা প্রকাশ করেন। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে পিছিয়ে যাননি গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু। তিনি কটাক্ষ করে লিখেছেন, 'সারা জীবন একই কাজ করেছে। বিবাহিত পুরুষদের সঙ্গে... বেশি মুখ খুলো না, তোমার ধুতি খুলে যাবে।'

উল্লেখ্য, কুণিকা আগেই জানিয়েছিলেন যে, তিনি কুমার শানুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, যা নাকি ছিল অত্যন্ত বিষাক্ত। সেই সূত্রেই এই তিক্ত সম্পর্ক ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়েছে বলে মনে করছেন অনেকেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কুণিকার মন্তব্য ও জানের পাল্টা আক্রমণ, দুই নিয়েই তুমুল আলোচনা চালাচ্ছেন। 

 

Read more!
Advertisement
Advertisement