Advertisement

Unmarried Bollywood Successful Celebs: 'বিয়ে আউটডেটেড কনসেপ্ট'! জয়ার মন্তব্যে চর্চায় বলিউডের সফল 'সিঙ্গলসরা'

Bollywood: জয়া বচ্চনের এই বক্তব্য নতুন কিছু না। বিভিন্ন ক্ষেত্রে বহু অবিবাহিত মহিলারা তাঁদের কেরিয়ারে সফল হয়েছেন এবং ভাল আছেন। বলিউডেও এরকম বহু উদাহরণ রয়েছে, যেখানে একাধিক শিল্পী বিয়ে না করেই সফলভাবে তাঁদের কেরিয়ার নিয়ে জীবন কাটাচ্ছেন। 

একতা, জয়া, সুস্মিতা, টাব্বু  একতা, জয়া, সুস্মিতা, টাব্বু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 11:57 AM IST

ফের শিরোনামে জয়া বচ্চন। বি-টাউনের স্পষ্টভাষী বা ঠোঁটকাটা বলেই পরিচিত অমিতাভ বচ্চন পত্নী। এজন্যে প্রায়ই চর্চায় থাকেন তিনি। সম্প্রতি, বিয়ে নিয়ে একটি মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী। জয়া বলেছেন , তিনি চান না তাঁর নাতনী নভ্যা নাভেলি নন্দা বিয়ে করুক। 

বিয়ে নিয়ে জয়া বচ্চনের বক্তব্য

মুম্বইয়ে একজন সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় জয়া বচ্চন, বিয়েকে 'পুরনো ধারণা' বলে অভিহিত করেছেন। তাঁর কথায় 'জীবন উপভোগ করা উচিত'। জয়া বচ্চনদের জমানায় একটা পছন্দ নিয়েই থাকতে হতো মেয়েদের। তিনি কি এখনও মনে করেন যে তাঁর নাতনি নব্যা বা এই জেনারেশনের  সেই পথেই চলা উচিত? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, "আমি চাই না নব্যা বিয়ে করুক।" এও জানান, তিনি মনে করেন বিয়ের ধারণা অনেক পুরনো হয়ে গেছে। বিয়ে নামক প্রতিষ্ঠানটি এখন দুর্বল। 

এখনকার দিনে সামাজিক রীতিনীতি ও অভিভাবকত্বের ধারণা কতটা বদলে গিয়েছে সেই প্রসঙ্গেও নিজের মনোভাব ব্যক্ত করেন জয়া। তাঁর দাবি, মেয়েদের কীভাবে সন্তান লালন-পালন করা উচিত সেই বিষয়ে তাঁর মতামত দেওয়া এখন ঠিক হবে না। কারণ তাঁর বয়স বেড়েছে। এছাড়া আজকালকার বাচ্চারাও অনেক বেশি বুদ্ধিমান। তাঁরা এগিয়ে থাকে। অনেকেই জয়ার মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন, তবে কেউ কেউ তাঁর সমালোচনা করছেন।

তবে, জয়া বচ্চনের এই বক্তব্য নতুন কিছু না। বিভিন্ন ক্ষেত্রে বহু অবিবাহিত মহিলারা তাঁদের কেরিয়ারে সফল হয়েছেন এবং ভাল আছেন। বলিউডেও এরকম বহু উদাহরণ রয়েছে, যেখানে একাধিক শিল্পী বিয়ে না করেই সফলভাবে তাঁদের কেরিয়ার নিয়ে জীবন কাটাচ্ছেন। 

একতা কাপুর

হিন্দি টেলিভিশন দুনিয়ায় সবচেয়ে সফল প্রযোজকদের মধ্যে একজন, একতা কাপুরও অবিবাহিত। তিনি তাঁর জীবন চলচ্চিত্র নির্মাণের জন্য উৎসর্গ করেছেন। ১৯ বছর বয়সে টিভি সিরিয়াল প্রযোজনা শুরু করেন একতা। 'কিউকি সাস ভি কভি বহু থি', 'কসৌটি জিন্দেগি কি', 'কাহানি ঘর ঘর কি', 'নাগিন", 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', "'ইয়ে হ্যায় মহব্বতে'-র মতো আইকনিক মেগা সিরিয়াল তৈরি হয়েছে তাঁর হাত ধরেই। একতার ছবিগুলিও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। তিনি ওটিটি প্ল্যাটফর্মেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। একতা কাপুর একজন সিঙ্গেল মাদার। একাই তাঁর ছেলেকে বড় করছেন।

Advertisement

গীতা কাপুর

কোরিওগ্রাফার গীতা কাপুর বলিউড এবং টেলিভিশন দুনিয়ার একজন সুপরিচিত মুখ। তিনি 'ডান্স ইন্ডিয়া ডান্স', 'ইন্ডিয়া'স বেস্ট ডান্সার', 'সুপার ডান্সার', 'ডান্স প্লাস'-র মতো নাচের রিয়্যালিটি শোতে উপস্থিত থেকেছেন। বেশ কয়েকটি বলিউড ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবেও কাজ করেছেন গীতা। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি ছিল করণ জোহরের প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। 'তুঝে ইয়াদ না মেরি আয়ি' গানে নাচতে দেখা গিয়েছিল গীতাকে। তিনি ছিলেন ফারাহ খানের প্রাক্তন ছাত্রী। আজ, তিনি একজন সফল শিল্পী যিনি একাকী জীবনযাপন করেন। 

টাব্বু

টাব্বু হলেন বলিউডের সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছেন। নয়ের দশক থেকে ২০২৫ সাল পর্যন্ত, প্রতি দশকে টাব্বু নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন বারবার জয় করেছেন। তাঁর বহু বক্স অফিস হিট করা ছবি  রয়েছে। তা সে ১৯৯৯ সালে 'হাম সাথ সাথ হ্যায়' হোক বা ২০২২ সালে 'ভুল ভুলাইয়া ২'। অভিনেত্রীর কাজ প্রতিটি প্রজন্মের দর্শক পছন্দ করছেন। বছরের পর বছর ধরে, টাব্বুর নাম বহু অভিনেতার সঙ্গে জুড়েছে, কিন্তু তিনি আজও অবিবাহিত। ৫৪ বছর বয়সেও কাজ করে চলেছেন পুরো দমে। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে এরপর দেখা যাবে অভিনেত্রীকে।

সুস্মিতা সেন

১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স-র মতো বড় সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন সুস্মিতা সেন। সকলেই জানেন তিনি সিঙ্গেল মাদার। দুই মেয়েকে নিয়ে দারুণ সংসার করছেন নায়িকা। প্রেমিকের সঙ্গে সহবাসে ছিলেন দীর্ঘদিন। নাম জুড়েছে আরও একাধিক প্রভাবশালী পুরুষের সঙ্গে। তবে ৫০ বছর বয়সেও তিনি বিয়ে করেননি। সুস্মিতা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তিনি সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। 

আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলও অবিবাহিত। বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালেও, তিনি অবিবাহিত জীবনই বেছে নিয়েছেন। আমিশা, বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। দু'বছর আগে মুক্তিপ্রাপ্ত তাঁর 'গদর ২' ছবিটি বক্স অফিসে বিরাট আয় এনেছিল। 'সকিনা বেগম' চরিত্রে অভিনয় করে বড় পর্দায় সাড়া ফেলেছিলেন আমিশা। 

লতা মঙ্গেশকর

'বলিউডের নাইটিঙ্গেল' নামে পরিচিত গায়িকা লতা মঙ্গেশকর তাঁর পুরো জীবন অবিবাহিত অবস্থায় কাটিয়েছেন। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদান অপরিসীম। ১৯৪০ থেকে ২০২০ সাল পর্যন্ত, লতা অসংখ্য গান গেয়েছেন, যার মধ্যে অনেকগুলি হিন্দি এবং অন্যান্য ভাষায় ছিল। বাংলা ভাষাতেও তাঁর গাওয়া গানগুলি আজও হিট।  ভারতরত্ন সম্মানে ভূষিত লতাকে অনেকেই ভালোবেসে 'লতা দিদি' বলে ডাকতেন। 

 

Read more!
Advertisement
Advertisement