নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাউতের নতুন ছবি 'এমার্জেন্সি'। ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না অভিনেত্রীর ছবি। এই ছবি দেখার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কঙ্গনার ভক্তদের।
কঙ্গনার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, 'এমার্জেন্সি'র মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। কঙ্গনা মনে করছেন, শীঘ্রই ছবি মুক্তির জন্য নতুন দিন ঘোষণা করতে পারবেন। ১০ দিনের মধ্যেই তা সম্ভব বলে আশা অভিনেত্রীর। কেন নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ছবিটি? জানা গিয়েছে, সেন্সর সংক্রান্ত সমস্যার কারণেই সম্ভব হয়নি। তাছাড়া অভিনেত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
একটি সূত্র ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছে যে কঙ্গনা চান যত তাড়াতাড়ি সম্ভব ছবিটি মুক্তি দেওয়া হোক। তবে এখনও সেন্সর বোর্ডের শংসাপত্র মেলেনি। ৩১ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় কঙ্গনা বলেছিলেন,'আমাদের ছবি সেন্সর আটকে দিয়েছে, এটা একেবারেই মিথ্যা। আমাদের সার্টিফিকেট দেওয়া হয়নি। কারণ বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি। 'মিসেস গান্ধীর হত্যাকাণ্ড না দেখানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। ভিন্দ্রানওয়ালে, পাঞ্জাবের দাঙ্গা দেখানো যাতে না হয়। তাহলে বাকিটা কী থাকে! সেন্সর বোর্ডের কর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। এটা বিশ্বাস্য! এ দেশের অবস্থা দেখে খারাপ লাগছে'।
বস্তুত, কঙ্গনার ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছিল, ততই জল্পনা ছড়াচ্ছিল। 'এমার্জেন্সি' নিয়ে আপত্তি তুলেছে শিরোমণি আকালি দলের দিল্লি কমিটি। পার্টির দিল্লি ইউনিটের সভাপতি ছবিটি নিয়ে সেন্সর বোর্ড এবং কঙ্গনার প্রোডাকশন হাউসকে নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে বলা হয়েছে,'কঙ্গনা রানাউত 'শিখ বিরোধী বক্তব্যের জন্য কুখ্যাত। 'শিখ সম্প্রদায়কে টার্গেট করতে 'এমার্জেন্সির' মতো ছবি বেছে নিয়েছেন।' পাশাপাশি ছবিটির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিও জানান তিনি।
বলে রাখি, কঙ্গনা রানাউতের ছবি 'এমার্জেন্সি'-এর ট্রেলার মুক্তির পর পঞ্জাবের ভাটিন্দায় প্রতিবাদ হয়। পোড়ানো হয় কঙ্গনার কুশপুত্তলিকাও। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাদেরদাবি, ছবির ট্রেলারে ইতিহাস বিকৃত করা হয়েছে। শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি কলুষিত করা হয়েছে। এই ছবি সমাজে ঘৃণা উস্কে দেবে।