Advertisement

Karan- Kangana: ৬ বছর পর অন্ত করণ -কঙ্গনার দ্বন্দ্ব? নয়া জল্পনা বি-টাউনে

Karan Johar- Kangana Ranaut: সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ, কঙ্গনার ছবি সম্পর্কে এমন কিছু বলেন যে, অনেকে মনে করছেন এবার এই ঝগড়া কেটে দু'জনের বন্ধুত্ব হবে ফের।

কঙ্গনা রানাওয়াত ও করণ জোহর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Aug 2023,
  • अपडेटेड 11:54 AM IST

বলিউড পরিচালক- প্রযোজক করণ জোহর (Karan Johar) এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) দ্বন্দ্ব প্রায় সকলের জানা। বিভিন্ন সময়ে কঙ্গনা- করণেরমধ্যে বাকযুদ্ধ হয়। দু'জনের মধ্যে সব সময় অশান্তি লেগেই থাকত। তবে এবার মনে হচ্ছে এই ঝগড়ার অবসান হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ, কঙ্গনার ছবি 'ইমার্জেন্সি' (Emergency) সম্পর্কে এমন কিছু বলেন যে, অনেকে মনে করছেন এবার এই ঝগড়া কেটে দু'জনের বন্ধুত্ব হবে ফের।

করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে ফাটলকে যদি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিতর্ক বলা হয়, তাহলে ভুল হবে না। কিন্তু এবার মনে হচ্ছে, এই সমস্যার অবসান ঘটতে চলেছে। একটি সাক্ষাৎকারে, করণকে রাজনৈতিক গল্প ভিত্তিক ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি কঙ্গনার ছবির নাম উল্লেখ করেন। করণকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও রাজনৈতিক ঘটনাভিত্তিক গল্প নিয়ে ছবি বানাবেন? তার উত্তরে তিনি বলেন,  "এই মুহূর্তে একটি ছবি তৈরি হচ্ছে 'ইমার্জেন্সি' এবং আমি এটি দেখে খুব উত্তেজিত।"

কঙ্গনার সঙ্গে বিবাদের প্রায় ৬ বছর পর করণের এই বক্তব্য সামনে আসে। এই পুরো বিতর্ক শুরু হয় যখন কঙ্গনা তাঁর ছবি 'রেঙ্গুন'-র প্রচারের জন্য করণের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ গিয়েছিলেন। শো চলাকালীন, কঙ্গনা করণকে একটি সিনেমা মাফিয়া বলে অভিহিত করেন। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এক প্রকার যুদ্ধ। বিভিন্ন সময়ে দু'জনকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গেছে। 

সম্প্রতি, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তির পর, কঙ্গনা অভিযোগ তোলেন বক্স অফিস সংক্রান্ত কারচুপি করেন করণ। এমনকী পরিচালক- প্রযোজককে অবসর নেওয়ার দাবি জানান তিনি। অভিনেত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য করণকে দায়ী করেছেন বলেও অভিযোগ ওঠে এর আগে।

Advertisement

প্রসঙ্গত, কঙ্গনার ছবি 'ইমার্জেন্সি' মুক্তি পাবে আগামী  ২৪ নভেম্বর। এটি অভিনেত্রীর একটি হোম প্রোডাকশনের ছবি। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভূমিকা চাওলা, সতীশ কৌশিক, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, শ্রেয়াস তালপাড়ের মতো শিল্পীরা। ইন্দিরা গান্ধীর সরকারের সময় ১৯৮৩ সালে কার্যকর করা জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement