শিরোনামে থাকেন করণ জোহর। তাঁর স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে নতুন কাজ, সবই থাকে চর্চায়। স্টার কিডসদের লঞ্চ করা থেকে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে, আলোচনায় থাকেন করণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যে তিনি নিজেকে প্রতিভাবানের চেয়ে বেশি ভাগ্যবান মনে করেন। করণের দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই এক ধরনের বিভ্রান্তিতে জড়িয়ে করছেন, যার কোনও প্রতিকার নেই।
বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাতার সঙ্গে কথোপকথনের সময়, করণ জোহর বলেছেন যে তিনি কখনও বিশ্বাস করেননি যে, তিনি যে সাফল্য অর্জন করেছেন তা তাঁর প্রাপ্য। করণ বলেন, "মাই নেম ইজ খান-র সেটে একদিন আমি ভেবেছিলাম 'হয়তো আমি আমার কাজ জানি'। আমি সব সময় বিশ্বাস করেছি যে আমি প্রতিভাবানের চেয়ে বেশি ভাগ্যবান। আমি বাস্তববাদী, আমি ভ্রান্ত ধারণার মধ্যে থাকি না। বিভ্রম একটি রোগ যার জন্য কোনও টিকা নেই। যদি আমার কাছে সেই ভ্যাকসিন থাকত, আমি ইন্ডাস্ট্রি অনেক লোককে তা দিতাম। তারা সবাই বিভ্রান্তিতে বাস করছে।"
করণ জোহর আরও বলেন, "আমাদের কূটনৈতিক হতে হবে। আমি বিভ্রান্ত নই। আমি আমার ছবি সম্পর্কে সচেতন এবং বুঝতে পারি কেন কিছু সফল এবং কেন হয়নি। আমি ৮০% বাস্তববাদী। আমি ২০% উচ্চাভিলাষী। মাঝে মাঝে এই মানুষগুলোকে বুঝি না। আমি বুঝতে পারি না যে এই লোকেরা নিজেদের মিথ্যা বলছে নাকি তাঁরা মনে করে যে, তাঁরা দুর্দান্ত ছবি তৈরি করেছেন। বাস্তবে তা নয়।"
প্রসঙ্গত, করণ জোহরের সর্বশেষ পরিচালনা ছিল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'আয়ে দিল হ্যায় মুশকিল'। মাঝে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। এছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সুপারহিট হয়।