Advertisement

Kareena Kapoor: 'সেক্সে অনীহা ছিল, বুঝত সইফ', বইয়ে খুল্লমখুল্লা করিনা

মা হওয়ার অনুভূতি কেমন, কেমন থাকে শারীরিক-মানসিক অবস্থা, যৌন ইচ্ছা থাকে, না চলে যায়? এমনই বহু প্রশ্নের উত্তর খোলামেলা আড্ডায় জানালেন করিনা কাপুর (Kareena Kapoor)। সদ্য প্রকাশিত তাঁর বই, Kareena Kapoor Khan’s Pregnancy Bible-এ তিনি এ সমস্ত লিপিবদ্ধ করেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে বন্ধু পরিচালক করণ জোহরের (Karan Johar) সঙ্গে একটি আড্ডায় বহু অজানা রহস্যের জট খুলেছেন করিনা।

করিনা কাপুর
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 10 Aug 2021,
  • अपडेटेड 1:36 PM IST
  • বই প্রকাশ অনুষ্ঠানে খোলামেলা আড্ডা দেন করিনা
  • অনলাইনে বন্ধু পরিচালক করণ জোহর তাঁর সঙ্গে কথা বলেন
  • সোশআল মিডিয়ায় সরাসরি সেই লাইভে অংশ নেন বহু মানুষ

মা হওয়ার অনুভূতি কেমন, কেমন থাকে শারীরিক-মানসিক অবস্থা, যৌন ইচ্ছা থাকে, না চলে যায়? এমনই বহু প্রশ্নের উত্তর খোলামেলা আড্ডায় জানালেন করিনা কাপুর (Kareena Kapoor)। সদ্য প্রকাশিত তাঁর বই, Kareena Kapoor Khan’s Pregnancy Bible-এ তিনি এ সমস্ত লিপিবদ্ধ করেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে বন্ধু পরিচালক করণ জোহরের (Karan Johar) সঙ্গে একটি আড্ডায় বহু অজানা রহস্যের জট খুলেছেন করিনা।

করণ কারিনাকে জিজ্ঞেস করেন, “তুমি নিজেই বলেছো কীভাবে তোমার যৌন কামনা হারিয়েছিলে আর তোমার স্বামী সেটা খুব ভালোভাবে বুঝছিল।প্রেগনেন্সির সময় একজন মায়ের যৌন কামনা ঠিক কেমন হয়, সে নিজেকেই বা কীভাবে দেখতে পছন্দ করে?” উত্তরে করিনা বলেন যে একজন পুরুষের এই সময় সবথেকে বেশি সাপোর্টিভ হওয়া প্রয়োজন। সবসময় তাঁর স্ত্রীকে সুন্দর দেখতে লাগছে, এই ভাব প্রকাশ করতে হবে। তাঁকে সবসময় উৎসাহ দিয়ে যেতে হবে।

 

করিনা বলেন, 'একজন গর্ভবতী মা কখনই তাঁর নিজের মেজাজ বুঝতে পারে না। কখনও সবকিছুই খুব ভালো লাগে আবার কখনও কোনো কিছুই ভালো লাগে না। সেই সময় ওই মুডগুলো বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন আমি, কোনো কনো দিন নিজেকে ভীষণ সেক্সি অনুভব করতাম এবং আমি সইফকে সেটা জানাতাম, তখন ও ঘুরে আমায় বলতো, ‘তোমাকে সুন্দর লাগছে।'

করিনা আরও বলেন যে, 'গর্ভাবস্থায়, একজন মহিলার অনুভূতিগুলিকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া উচিত। এটি একটি এমন পর্যায় যেখানে সবকিছুই সেই মহিলার মত অনুযায়ী হতে হবে। যদি আপনার স্বামী সেটা না বোঝেন, তাহলে তিনি কীভাবে আপনার সন্তানের বাবা হবেন? তাঁকে আপনার প্রত্যেকটা পর্যায়কেই ভালবাসতে হবে। যদি আপনার সেক্সের ইচ্ছে না হয়, সেটাও তাঁকে বুঝে নিতে হবে। এটি একটি বিষয় যা আমি বইটিতে লিখেছি কারণ বেশিরভাগ মহিলারা এটি সম্পর্কে কথা বলতে ভয় পান।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement