Advertisement

নারী দিবসে বিশেষ পোস্ট করিনার, শেয়ার করলেন দ্বিতীয় সন্তানের ছবি

২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার পুত্র সন্তানের জন্ম দেন করিনা কাপুর খান। ২ দিন বাদে ২৩ ফেব্রুয়ারি নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফেরেন সইফিনা। ছোট নবাবের এক ঝলক ছবি পেতে পাপারাৎজিদের ক্যামেরা তাক করাই ছিল। কিন্তু তা সত্ত্বেও সদ্যোজাতের কোনও ছবি সামনে আসেনি।

করিনাকরিনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2021,
  • अपडेटेड 1:41 PM IST
  • পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ যাকে স্পর্শ করতে পারেনি
  • মায়ের কোলে মাথা রেখে সেলফিতে সে গোটা বিশ্বের সামনে এল
  • করিনা জানিয়েছিলেন, সোশাল মাধ্যমেই ছেলের ছবি সামনে আনবেন

পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ যাকে স্পর্শ করতে পারেনি, মায়ের কোলে মাথা রেখে সেলফিতে সে গোটা বিশ্বের সামনে এল। ঠিকই ধরেছেন কথা হচ্ছে করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তানের। যদিও মুখ খুব স্পষ্ট নয়, তবুও মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোতে দেখা যাচ্ছে তাকে।

২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার পুত্র সন্তানের জন্ম দেন করিনা কাপুর খান। ২ দিন বাদে ২৩ ফেব্রুয়ারি নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফেরেন সইফিনা। ছোট নবাবের এক ঝলক ছবি পেতে পাপারাৎজিদের ক্যামেরা তাক করাই ছিল। কিন্তু তা সত্ত্বেও সদ্যোজাতের কোনও ছবি সামনে আসেনি। আপাতত করোনার জন্য বাড়িতে বেশি অতিথি আসছে না। তবে করিনা জানিয়েছিলেন, সোশাল মাধ্যমেই ছেলের ছবি সামনে আনবেন। নারী দিবসে নারী দিবসে সে কথা রাখলেন করিনা।
 

ছেলের সঙ্গে ছবির পোস্ট করে লিখলেন, 'এমন কিছউ নেই যা একজন নারী করতে পারেন না। হ্যাপি উওমেন্স ডে #InternationalWomensDay'. এখনও পর্যন্ত ছেলের নাম ঠিক করেননি সইফিনা। তবে নাম নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে নেটিজেনদের। প্রথম ছবি প্রকাশ্যে আসার পর সকলের আশা, এ বার হয়তো নামও জানা যাবে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement