Advertisement

Kareena Kapoor Khan On Nepotism: 'নেপোটিজম কেরিয়ার গড়তে পারে না', স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন করিনা

Bollywood Nepotism: সোশ্যাল মিডিয়ায় যখনই তিনি কিছু পোস্ট করেন, তখন তা মুহূর্তে ভাইরাল হয়। বরাবরই সাক্ষাৎকারে খোলাখুলিভাবে মত প্রকাশ করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান।

করিনা কাপুর খানকরিনা কাপুর খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 12:06 PM IST

করিনা কাপুর খান তাঁর ভক্তদের কাছে খুবই প্রিয়। সোশ্যাল মিডিয়ায় যখনই তিনি কিছু পোস্ট করেন, তখন তা মুহূর্তে ভাইরাল হয়। বরাবরই সাক্ষাৎকারে খোলাখুলিভাবে মত প্রকাশ করেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা স্বজনপোষণ নিয়ে কথা বলেছেন। বেবো বলেছেন, স্বজনপোষণ কাজ পেতে সাহায্য করলেও, কখনও কেরিয়ার গড়তে পারে না।

স্বজনপোষণ নিয়ে করিনার মন্তব্য 

করিনা বলেছেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ তিনি কাপুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। শুরু থেকেই চলচ্চিত্র জগতে আধিপত্য বিস্তার করেছে কাপুর পরিবার। চলচ্চিত্রের ব্যাকগ্র্যাউন্ড থেকে আসা অবশ্যই উপকারী প্রমাণিত হয়েছে। অভিনয় ক্ষেত্রে তাঁর জন্য অনেক দরজা খুলে গেছে। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। তবে তিনি আরও বলেন, প্রতিভা, ধারাবাহিকতা এবং দর্শকদের কাছ থেকে ধারাবাহিক ভালোবাসাও ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ। তবেই কেউ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে।

আরও পড়ুন

'উই দ্য উইমেন' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিনা বলেন, "স্বজনপোষণ আত্মপ্রকাশ করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি কেরিয়ার গড়তে সাহায্য করতে পারে না। কেরিয়ার, প্রতিভার উপর নির্মিত হয়। দর্শকরা গ্রহণ করলে, ভাগ্য নির্ধারিত হয়। সেক্ষেত্রে আপনার উপাধি কোনও ব্যাপার না।"

এক সাক্ষাৎকারে আদার জৈন বলেন, "মানুষ স্বজনপোষণের কথা বলে, কিন্তু আমি এর থেকে কোনও লাভ পাইনি। আমি করিনা কাপুর এবং রণবীর কাপুরের খুড়তুতো ভাই। কিন্তু এর অর্থ এই নয় যে আমি ৫০টি ছবিতে কাজ করব। আমি ব্র্যান্ড ডিল বা এনডোর্সমেন্ট ডিল পাবো। আমি নিজেকে স্বজনপোষণের পণ্য হিসেবে দেখি না।"

কর্মক্ষেত্রে, করিনাকে শেষ দেখা গিয়েছিল 'সিংহম রিটার্নস' ছবিতে, অবনী কামাত সিংহমের চরিত্রে। রোহিত শেঠির এই ছবিটি ২০২৪ সালে মুক্তি পায়। করিনা ছাড়াও, ছবিটিতে টাইগার শ্রফ, অজয় ​​দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছেন। করিনার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। 


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement