Advertisement

Kartik Aaryan in Kolkata: কলকাতায় 'রুহ বাবা' কার্তিক! 'ভুল ভুলাইয়া ৩'-র শ্যুটে মজে হাওড়া ব্রিজ থেকে ময়দানে

Bhool Bhulaiyaa 3: কলকাতা এখন যেন বলিউডময়। সম্প্রতি কাজল তাঁর নতুন ছবি 'মা'-র শ্যুটিং সারলেন। এদিকে কার্তিক আরিয়ান ও টিম হাজির হল 'ভুল ভুলাইয়া ৩'-র শ্যুটিংয়ে।

কলকাতায় কার্তিক আরিয়ান (ছবি: PTI)কলকাতায় কার্তিক আরিয়ান (ছবি: PTI)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2024,
  • अपडेटेड 1:32 PM IST
  • কলকাতায় কার্তিক আরিয়ান।
  • 'ভুল ভুলাইয়া ৩'-র শ্যুটে শহরে এসেছিল অভিনেতা।

কলকাতায় কার্তিক আরিয়ান। আগেই কথা ছিল 'ভুল ভুলাইয়া ৩'-র শ্যুটিংয়ে শহরে আসবেন অভিনেতা। সেই কথা মতো, সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান ছবির প্রধান অভিনেতা কার্তিক। তিলোত্তমায় পা রেখেই, ইনস্টা স্টোরিতে সেই ঝলক শেয়ার করেন পর্দার 'রুহ বাবা'। মঙ্গলবার সকাল থেকেই শহরে ছবির শ্যুটিং শুরু করেন তিনি। হাওড়া ব্রিজের উপর দিয়ে বাইকে চড়ে শ্যুটিং করতে দেখা গেল তাঁকে। 

 

আরও পড়ুন

কলকাতা এখন যেন বলিউডময়। সম্প্রতি কাজল তাঁর নতুন ছবি 'মা'-র শ্যুটিং সারলেন। দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল ছেলে এবং মা- কাজল। এদিকে কার্তিক আরিয়ান ও টিম হাজির হল 'ভুল ভুলাইয়া ৩'-র শ্যুটিংয়ে। সোমবার বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলের দিকে যাওয়ার সময় কার্তিকের চোখে পড়ে লেকটাউনের বড় ঘড়ি। কলকাতার বিগ বেন ক্যামেরাবন্দী করে, সেই ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেন তিনি। এরপর এসপ্ল্যানেড লাগোয়া অভিজাত হোটেলের রেস্তরাঁয় পেটপুজো করেন তিনি ও তাঁর টিম। 

বিদ্যা বালান ও অক্ষয় কুমারের ছবি 'ভুল ভুলাইয়া'-র সাফল্যের পর, কিয়ারা আডবানি 'ভুল ভুলাইয়া ২'-এ কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে। এই ছবিটিও বক্স অফিসে দারুণ সফল। দুই ছবির বাম্পার সাফল্যের পর, ফের 'ভুল ভুলাইয়া'-র সিক্যুয়াল নিয়ে কাজ করছেন নির্মাতারা। আসছে 'ভুল ভুলাইয়া-৩'। ফের পর্দায় দেখা যাবে 'রুহ বাবাকে'। সেই সঙ্গে দর্শকের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি চমক।। এবারের গল্পে মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালন। এছাড়া কার্তিকের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তী দিমরি। তবে কার্তিক ছাড়া মুখ্য চরিত্রদের কেউই এখনও শহরে আসেননি। 

 

 

ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে 'আমি যে তোমার' গানে বিদ্যাকে দেখে অনেকেরই চোখ আটকে গিয়েছিল। দ্বিতীয় ছবিতে, কার্তিক আরিয়ানকে একই গানের একটি পুরুষ সংস্করণে অভিনয় করতে দেখা গেছে। কিছুদিন আগে সোশ্যাল পেজে একটি ভিডিও শেয়ার করেন কার্তিক। যেখানে এই জনপ্রিয় গানে রুহ বাবা ও  মঞ্জুলিকা দু'জনেই আছে। অর্থাৎ আগের দুটি গানের মিলিত একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। যা দেখে দারুণ উৎসাহিত সকলে। 

Advertisement

 

আনিস বাজমি পরিচালিত, কার্তিকের এই ছবি নিয়ে আরও একটি জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, 'ভুল ভুলাইয়া ৩'-তে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। বি-টাউনের খবর অনুযায়ী, ছবিতে 'ভূতের' চরিত্রে অভিনয় করতে চলেছেন মাধুরী। সেই সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে রুহ বাবা দুটি ভূতের সঙ্গে করবেন। যে চরিত্রে দেখা যাবে, বিদ্যা ও মাধুরীকে। লকডাউনের পরে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে সফল ছবিগুলির মধ্যে একটি 'ভুল ভুলাইয়া ২'। এই ছবি ভারতীয় বক্স অফিসে প্রায় ১৮০ কোটি টাকা সংগ্রহ করেছে। 
 

Read more!
Advertisement
Advertisement