বলিউডে পা রাখলেন অভিনেতা কৌশিক কর (Koushik Kar)। এক সময়ের সমালোচিত বাংলা ছবি 'পর্ণমুচি' -র পরিচালনার পর এবার হিন্দি হবি 'ছিপকলি' Chhipkali)- র পরিচালনা করবেন তিনি। কৌশিকের সঙ্গে এই ছবিতে বলিউডে অভিষেক হল আরও এক বাঙালির। এই ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি প্রযোজনা করবেন মিমো Meemo)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন যশপাল শর্মা (Yashpal Sharma), যোগেশ ভরদ্বাজ, তন্নিষ্ঠা বিশ্বাস। ইতিমধ্যে সামনে এসেছে 'ছিপকলি'-র প্রথম লুক।
একজন মধ্য বয়স্ক লেখক অলোক চতুর্বেদীর চরিত্রে অভিনয় করবেন যশপাল শর্মা। এর আগে 'লগান', 'রাউডি রাঠোর' -র মতো একাধিক ছবির জন্য জনপ্রিয় তিনি। অলোক চতুর্বেদী পেশাগতভাবে একজন ব্যর্থ লেখক। তাঁর স্ত্রী ও একমাত্র ছেলের খুনের মামলা পুনরায় শুরু হওয়ায় তিনি মুখোমুখি হন প্রাইভেট ডিটেকটিভ রুদ্রাক্ষ রায়ের। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের দু'জনের কথোপকথনের ওপর ভিত্তি করেই এই ছবির গল্প এগোবে।
যশপাল শর্মা জানালেন, "ছিপকলি আমার জীবনের খুব স্পেশাল এবং স্মরণীয় একটা ছবি। ছবির শ্যুটিং হয়েছে বহরমপুরে। এই ছবির সঙ্গে যুক্ত সকলেই একেবারে তরুণ। সেই সঙ্গে বলবো, ছবির পরিচালক কৌশিকের ভাবনা-চিন্তা খুবই স্পষ্ট। এত পরিচালকের সঙ্গে কাজ করেছি এর আগে, তবে ওঁর মতো প্যাশনেট পরিচালক খুব কম দেখেছি।"
শুধু কৌশিক নয়, মিমোর প্রশংসাও করে, তাঁর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান যশপাল শর্মা। এর আগে 'যকের ধন', ' আলিনগর গোলক ধাঁধা' -র মতো ছবিগুলির সঙ্গীত পরিচালনা করেছেন মিমো।
এই সাইকো থ্রিলারধর্মী ছবির সম্পূর্ণ শ্যুটিং শেষ হয়েছে। সব ঠিক থাকলে এই বছরের শীতেই আসবে 'ছিপকলি'।