গায়ক কুমার শানুর সঙ্গে তাঁর অভিনেত্রী মা কুনিকা সদানন্দের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন আয়ান লাল। তিনি জানান, কুমার শানুর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক বিষিয়ে গিয়েছিল। এরকম সম্পর্কে না জড়ানোই বলে নিজের মতামত দিয়েছেন আয়ান।
আয়ান সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে একটা সাক্ষাৎকার দেন। সেখানে নিজের ও মায়ের কথা তুলে ধরেন। জানান, তাঁর মা যখন সম্পর্কে ছিলেন তখন তাঁরও এক বান্ধবী ছিল। সেই কারণে তাঁদের বন্ডিং ভালো ছিল। তাঁরা একে অপরকে বুঝতেন।
আয়ান জানান, অনেকে বলে থাকেন কুমার শানুর সঙ্গে তাঁর মা কুনিকার সম্পর্ক প্রায় সাতাশ বছরের। তবে সেটা ভুল। আসলে যখন কুনিকার ২৭ বছর বয়স তখন তিনি শানুর প্রেমে পড়েন। সেই সম্পর্ক বেশ কয়েক বছর স্থায়ি হয়। যখন কুনিকার বয়স ৩৫ তখন জন্ম হয় আয়ানের।
তাঁর মা কি এখনও ভালোবাসেন শানুকে? সেই প্রশ্নের উত্তরে আয়ান বলেন, 'শিল্পী কুমার শানুকে আমার মা আজও ভালোবাসেন। তবে ব্যক্তিকে নয়। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমার মায়ের আবেগ খুব বেশি। তিনি আজও শানুর গান শোনেন। যখন তাঁদের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করি তখন মা বলেন, শানু তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিল। প্রত্যেকের জীবনে একবার হলেও ভালোবাসা উচিত। তবে সেই সম্পর্কটা বিষিয়ে গিয়েছিল।'
এর আগের একটি সাক্ষাৎকারে কুনিকা নিজেও শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁরা স্বামী-স্ত্রীর মতো থাকতেন। একে অপরকে ভালোবাসতেন। তাঁর কথায়, 'আমরা একটা শোতে পারফর্ম করার সময় জনসমক্ষে গিয়েছিলাম। আমি শানুর পোশাক নির্বাচন করেছিলাম। আমি ওর স্ত্রীর মতো থাকতাম। ও আমার স্বামীর মতো।'