Advertisement

Laapataa Ladies In Oscars Reasons: অন্য ২৮ তাবড় ছবিকে পেছনে ফেলে কেন অস্কারের মঞ্চে 'লাপাতা লেডিস'? জানা গেল আসল কারণ

Laapataa Ladies News: ছবি হোক বা সিরিজ, বর্তমান সময়ে বিষয়বস্তু যে ছক্কা হাঁকাতে পারে, তা আবারও প্রমাণিত হয়। চলতি বছরের অন্যতম বলিউড হিট 'লাপাতা লেডিস'।

অস্কারের মঞ্চে 'লাপাতা লেডিস' অস্কারের মঞ্চে 'লাপাতা লেডিস'
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Sep 2024,
  • अपडेटेड 6:28 PM IST

শিরোনামে 'লাপাতা লেডিস' (Laapataa Ladies)। ২০২৫-এ অস্কারের (Oscars 2025) মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করবে কিরণ রাওয়ের এই ছবি। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে বি-টাউনের কোনও বড় মুখ ছিল না। এমনকী ছবির বাজেটও বড় না। তবে ছবি হোক বা সিরিজ, বর্তমান সময়ে বিষয়বস্তু যে ছক্কা হাঁকাতে পারে, তা আবারও প্রমাণিত হয়। চলতি বছরের অন্যতম বলিউড হিট এই ছবি।

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই)-র বাছাই করা ২৯ ছবির তালিকা থেকে 'লাপাতা লেডিস'-কে ভারতের হয়ে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি দেওয়া হয়েছে। এই তালিকায় রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল', প্রভাস অভিনীত পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনী 'কালকি ২৮৯৮ এডি', মালায়ালম ছবি 'আটম' এবং পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' অন্তর্ভুক্ত রয়েছে। মালায়ালাম ছবি 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'-কে শক্তিশালী মনে করা হয়েছিল এটি কয়েক মাস আগে কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় বৃহত্তম পুরস্কার জিতেছিল। সেই সঙ্গে ছবিটি আন্তর্জাতিক সমালোচকদের  কাছেও প্রশংসিত। এফএফআই জ্যুরি চেয়ারম্যান জানু বড়ুয়া জানিয়েছেন, কেন এবার বেছে নেওয়া হয়েছে 'লাপাতা লেডিস'-কে।

এই কারণেই অস্কারের জন্য মনোনীত 'লাপাতা লেডিস'

আরও পড়ুন

জানু বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, "জ্যুরিদের এমন একটি ছবি বেছে নিতে হয় যা সমস্ত দিক থেকে ভারতকে প্রতিনিধিত্ব করে। বিশেষ করে, যা ভারতের সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেশীয় স্বত্বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 'লাপাতা লেডিস' এই বিষয়ে সবচেয়ে এগিয়ে ছিল।" 

'লাপাতা লেডিস' মুক্তি পায় আমির খান প্রোডাকশনের ব্যানারে। প্রযোজনা সংস্থার সোশ্যাল পেজে এফএফআইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট শেয়ার হয়েছে। যেখানে লেখা, "লাপাতা লেডিস'-কে অফুরান ভালোবাসা দেওয়ার জন্য আমরা আমাদের দর্শক, সংবাদমাধ্যম এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।" 

ছবির পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ নোট শেয়ার করে লিখেছেন, "এই সম্মান আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রমের প্রমাণ। যাদের উৎসর্গ এবং আবেগ এই গল্পটিকে জীবন দিয়েছে।"

Advertisement

'লাপাতা লেডিস'-র গল্প এতটাই পছন্দ করেছে দর্শক যে, ছবিটি প্রেক্ষাগৃহে দারুণ হিট  হয়। ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হওয়ার পর, এই ছবির জনপ্রিয়তা দ্বিগুণ হয়। বিরাট প্রশংসা অর্জন করে, আরও এক মাইলফলক ছুঁয়ে ফেলে 'লাপাতা লেডিস'। 


 

Read more!
Advertisement
Advertisement